পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাব্বিশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ফেরার দাবি মমতার, দিল্লির ভরাডুবিতে তোপ আপ-কংগ্রেসকে - MAMATA BANERJEE

ছাব্বিশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল বাংলায় ক্ষমতায় ফিরবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ দিল্লিতে ভরাডুবির জন্য ইন্ডিয়া জোটের বোঝাপড়া না-হওয়াকেই দায়ী করলেন তিনি ৷

ETV BHARAT
ছাব্বিশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ফেরার দাবি মমতার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 6:40 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি:সদ্য দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির । আর সেই ফল প্রকাশ্যে আসার পর থেকেই বাংলায় বিশেষভাবে উদ্বুদ্ধ প্রধান বিরোধী দল বিজেপি । কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । বিজেপি এ রাজ্যে আপের পরাজয়কে সামনে রেখে পালাবদলের প্রয়াস চালাচ্ছে । কিন্তু বিজেপির সেই স্বপ্ন সফল হবে না বলে বিধায়কদের নিয়ে বৈঠকে জোর গলায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

যদিও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তিনি দেননি । কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে, 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফিরবে তৃণমূল ।

এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের ভরাডুবির জন্য জোটসঙ্গীর বোঝাপড়ার অভাবকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাঁর মতে, দিল্লি এবং হরিয়ানাতে পরস্পরকে সাহায্য করার বদলে যেভাবে কংগ্রেস এবং আপ একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, তাতে ভোটবাক্সে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয়েই । এদিন কী বলেছেন তিনি ?

সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে তাতে তিনি বলেছেন, দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি । আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি । যার জন্য দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে । মুখ্যমন্ত্রী মনে করছেন, এই দুই দল একসঙ্গে থাকলে ভোটের ফল অন্যরকম হতে পারত । মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দিয়েছেন, একে অপরের সঙ্গে বোঝাপড়া করে থাকতে হবে সব দলকে । তা না হলে, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের পক্ষে বিজেপিকে রোখা কঠিন হবে ।

বিধানসভায় মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

এরপরই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী । স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজ্যের তৃণমূল কংগ্রেস কারও উপর নির্ভরশীল নয় । তিনি বলেন, "বাংলায় কংগ্রেসের কিছু নেই । একাই লড়ব । আমরা একাই যথেষ্ট ।" মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় আমাদের কারও প্রয়োজন নেই । বাংলায় আমরা ছাব্বিশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরত আসব ।"

এদিন এই বৈঠক থেকে দলীয় বিধায়কদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । দলীয় বিধায়কদের বিজেপির বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, শৃংখলার প্রশ্নে দল জিরো টলারেন্স নিয়েই চলছে ।

ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে । 12-14 মাস সময় হাতে রয়েছে মাত্র । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দল সংগঠিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হোক । নির্বাচনের আগে তৃণমূলকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রূপেই দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details