কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে সিপিআইএম ও বিজেপি ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন টেনে আনেন উন্নাও, হাথরস থেকে শুরু করে উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ ৷ উল্লেখ করেন কামদুনি ও তাপসী মালিকের ঘটনা এবং মণিপুরে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ৷ রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির প্রসঙ্গ টেনে রাজ্যপালকে একহাত নেন তিনি ৷
আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতা-নেত্রীদের নিয়ে তিনি মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন ৷ এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "সিপিআইএম ও বিজেপিই আরজি করে ভাঙচুর করেছে ৷ রাত 12টার পর ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা ৷ এটা বন্ধ হওয়া উচিত ৷"
তাঁর কথায়, "এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদেরও নামতে হল ।" ভাঙচুরের ঘটনার নিন্দা করে তিনি বলেন, "ডিউটিতে যাঁরা থাকেন, প্রতি ঘণ্টায় রোগী কেমন রয়েছেন তা তাঁদের দেখতে হয় । ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়, পুলিশের মতো।"