পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেনে বুঝে জলসীমান্ত অতিক্রম করছেন মৎস্যজীবীরা ! সাবধান করলেন মমতা - BANGLADESH DETAINS INDIAN FISHERMEN

ভারতীয় জলসীমান্ত অতিক্রম করায় ভারতীয় মৎস্যজীবীদের দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও, তা মানছেন না মৎস্যজীবীরা ? প্রশ্ন মমতার ৷

BANGLADESH DETAINS INDIAN FISHERMEN
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 8:23 PM IST

কলকাতা, 22 অক্টোবর: বাংলাদেশের জলসীমান্ত অতিক্রম করায় 5টি ভারতীয় ট্রলার-সহ মৎস্যজীবীদের আটক করা হয়েছে ৷ যা নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, এ নিয়ে মৎস্যজীবীদেরই দুষলেন তিনি ৷ অভিযোগ করলেন, জেনে বুঝে আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করছেন তাঁরা ৷

সম্প্রতি বাংলাদেশ সরকারে পালাবদল হয়েছে ৷ সেদেশের সেনার হস্তক্ষেপে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে ৷ আর শেখ হাসিনার সরকারের পতনের পর, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের জায়গায় নেই, তা বলাই যায় ৷ এই অবস্থায় দু’বারে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের পাঁচটি ট্রলার বাংলাদেশের জলসীমান্ত অতিক্রম করে আটক হয়েছে ৷

সেই নিয়ে এ দিন প্রশ্ন তুললেন মমতা ৷ কেন সরকার ও ইউনিয়নগুলির নিষেধাজ্ঞাকে উপেক্ষা করছেন মৎস্যজীবীরা ? মুখ্যমন্ত্রী বলেন, "তাঁদের উদ্ধার করার জন্য যা করণীয়, তা করছি ৷ কয়েকদিন আগে, বারণ করা সত্ত্বেও আমাদের দু’টি ট্রলার বাংলাদেশের জলসীমান্ত পেরিয়ে গিয়ে আটক হয়েছে ৷ সেই ঘটনার পরেও আবার তিনটে ট্রলার একইভাবে বাংলাদেশের জলসীমান্ত পার করেছে ৷ বারবার মৎস্যজীবীদের ইউনিয়ন ও সরকার সতর্ক করছে ৷ যতক্ষণ না পর্যন্ত দু'দেশের হার্দিক সম্পর্ক পুনরুদ্ধার হয়, আপনারা যাবেন না ৷ তারপরেও জেনে বুঝে এই ঘটনা ঘটাচ্ছেন মৎস্যজীবীরা ৷"

তবে, উদ্বেগ প্রকাশ করতেও শোনা গেল মমতাকে ৷ তিনি বলনে, "মৎস্যজীবীরা কোথায় আছেন, তা জানার জন্য এখন আমাদের ট্র্যাকিং সিস্টেম আছে ৷ এখন তাঁরা কোথায় আছেন, তা আমরা জানতে পারি ৷ এক্ষেত্রে আমরা জানতে পেরেছি, দু’টি ট্রলারকে বাংলাদেশের জলসীমান্ত পার করায় আটকে রাখা হয়েছে ৷ ভুল করে, না-বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে, এখান থেকে বলা সম্ভব নয় ৷ জানা যাচ্ছে, তাঁদের জেলে নিয়ে যাওয়া হয়েছে ৷"

এ দিন আবারও মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের অনুরোধ করেন বাংলাদেশের জলসীমান্ত অতিক্রম না-করার জন্য ৷ তবে, ভারত ও বাংলাদেশের বিদেশনীতির বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "বাংলাদেশ আমাদের বন্ধুদেশ ৷ দু'দেশের সম্পর্ক আশা করি ভালো হয়ে যাবে ৷ রাজনীতিতে কখনও কখনও চেহারা বদলায় ৷ তবে, পররাষ্ট্রনীতির বিষয়ে আমি হস্তক্ষেপ করতে চাই না ৷ সবটাই কেন্দ্রীয় সরকারের বিষয় ৷ এক্ষেত্রে যেহেতু বাংলার মৎস্যজীবীরা বিপদে পড়েছেন, তাই আমি এটা উল্লেখ করেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details