কোচবিহার, 4 এপ্রিল:নাম না-করে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মাথাভাঙার গুমানির হাটে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে প্রচার করতে আসেন তিনি ৷ এখানেই মমতা বলেন, "আপনাদের একজনবাবু যার বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলের আপদ এখন বিজেপির সম্পদ হয়েছে। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিয়োটা চেয়ে পাঠিয়েছি । 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় । ক’দিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল । উদয়ন গুহর গাড়িতে অ্যাটাক হয়েছিল।"
আগামী 19 এপ্রিল প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । ইতিমধ্যে উত্তরবঙ্গে জোরকদমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোচবিহার জেলার মাথাভাঙার গুমানির হাটে এ দিন প্রথম সভা করলেন তিনি । সেখানেই কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো । পাশাপাশি মাথাভাঙার এই সভা থেকেই নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ।