পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাহাড়ের সব স্কুলে কোটি টাকার হিটার, মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee

Mamata Banerjee at Siliguri: আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সময় ঠান্ডায় কষ্ট না পায়, সে জন্য পাহাড়ের সব স্কুলে এক কোটি টাকার হিটার দিচ্ছে রাজ্য সরকার ৷ শিলিগুড়ির সভা থেকে এই মানবিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 6:25 PM IST

শিলিগুড়ি, 29 জানুয়ারি:উত্তরবঙ্গে গিয়ে মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি জানালেন, আসন্ন মাধ্যমিক পরীক্ষার সময় কড়া ঠান্ডায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের ৷ সে কথা বিবেচনা করে পাহাড়ের সব স্কুলে হিটারের ব্যবস্থা করছে রাজ্য সরকার ৷ এ জন্য এক কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

সোমবার শিলিগুড়ির সরকারি সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তখনই তাঁর বক্তৃতায় উঠে আসে কড়া শীতের প্রসঙ্গ ৷ মুখ্যমন্ত্রী বলেন, সামনেই মাধ্যমিক পরীক্ষা ৷ কড়া ঠান্ডার মধ্যে সকাল 10টা থেকে পরীক্ষা দিতে হয় ছাত্রছাত্রীদের ৷ সে কথা বিবেচনা করেই রাজ্য সরকার পাহাড়ের সব স্কুলে হিটারের ব্যবস্থা করছে বলে ঘোষণা করেন মমতা ৷

তিনি বলেন, "পাহাড়কে এক কোটি টাকা দিচ্ছি সব স্কুলে হিটার দেওয়ার জন্য ৷ 10টা থেকে মাধ্যমিক পরীক্ষা ৷ ঠান্ডায় কষ্ট হয় পরীক্ষার্থীদের ৷ সেজন্য এই ব্যবস্থা করা হচ্ছে ৷"

এ প্রসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রসঙ্গও আসে মুখ্যমন্ত্রীর কথায় ৷ তিনি বলেন, "কলকাতায় এখন যা ঠান্ডা পড়ছে তা আগে কখনও দেখিনি ৷ পুরুলিয়া, দুর্গাপুরে তো পাহাড়ের মতোই ঠান্ডা পড়ছে ৷"

এ দিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই, মাদ্রাসা-সহ সমস্ত বোর্ডের পরীক্ষার্থীদের তাদের আসন্ন পরীক্ষার জন্য আগাম অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "সবুজ সাথীর সাইকেলই পড়ুয়াদের পথ দেখাবে ৷ রাজ্যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে ৷ কেউ ডাক্তার হবে, কেউ বা ইঞ্জিনিয়ার ৷ তবে পড়াশোনা করে সবাই এই রাজ্যেই ফিরে আসবে ৷"

প্রসঙ্গত, পাহাড়ে জিটিএ এলাকায় মোট স্কুল রয়েছে 130টি ৷ আর এ বছর পাহাড়ে মোট মাধ্যমিক পরীক্ষার্থী 3,557 জন ৷

আরও পড়ুন:

  1. ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তোপ, বকেয়া টাকা না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধরনায় মমতা
  2. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  3. নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ছাড়লেও ক্ষতি হবে না বিরোধী জোটের, ঘনিষ্ঠমহলে জানিয়েছেন মমতা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details