কলকাতা, 4 মার্চ: বিভিন্ন সময় বিজেপি নেতারা নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন। এমনকী, এমনটাও শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই অর্থাৎ চলতি সপ্তাহে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু হয়ে যেতে পারে। এদিন এই নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর।
এদিন কেন্দ্রের উদ্দেশ্য তাঁর বার্তা, সরকার যদি বাস্তবিক মতুয়াদের নাগরিকত্ব দিতে চায় তাহলে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। এদিন তিনি আরও বলেন, এসসি-এসটিরাই দেশের আসল ভূমিপুত্র। সেখানে তাঁদের কেন কাগজ দেখানোর কথা বলা হচ্ছে।
শুধু তাই নয়, এদিন বিজেপির নাগরিকত্ব প্রদানের দাবির বাস্তবিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা ঠাকুর। তিনি বলেন, "শান্তনু ঠাকুর বলছেন সিএএ হবে, অমিত শাহ বলছেন হবে, বিজেপির অন্যান্য নেতারাও একই কথা বলছেন। কিন্তু কিছুই বলছেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এলেন। মতুয়া ঠাকুরবাড়ি থেকে সকলে অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রীর মিটিংয়ে গেলেন। কিন্তু প্রধানমন্ত্রী এই নিয়ে একটি শব্দও খরচ করলেন না। পরে বিজেপি নেতারা বলছেন প্রকাশ্য জনসভায় নয় অভ্যন্তরীণ আলোচনায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।"
এরপরেই তিনি প্রশ্ন তোলেন, "যদি বাস্তবই নাগরিকত্ব আইন লাগু করা হয়, তাহলে বারবার হবে হবে বলা হচ্ছে কেন?" মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মনে করছেন ভোটের সময়, নাগরিকত্ব দেওয়ার কথা বলে আদতে এই বিষয়টি ঝুলিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত এদিন সাংবাদিক সম্মেলনের মূল বিষয় নাগরিকত্ব সংশোধনী আইন ছিল না। বরং তা ছিল মতুয়া মহাসংঘের ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা দেওয়ার অভিযোগ। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিষয়টির গুরুত্বের কথা মাথায় রেখে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক। পুলিশের উপর পূর্ণ আস্থা থাকলেও এদিন এই নিয়ে সিবিআই তদন্তেরও দাবিও জানিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর ।