ETV Bharat / state

কালীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা ! কালনায় মৃত 4, আহত 1

আলোর উৎসবের মধ্যে অন্ধকার ৷ কালনায় দুই বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল 4 জনের ৷ আহত একজন ৷

ROAD ACCIDENT AT KALNA
কালীপুজোর রাতে দুর্ঘটনা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 7:17 AM IST

কালনা, 1 নভেম্বর: কালীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা ৷ দুটি বাইকের সঙ্গে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত চার । আহত এক । বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালনা-কাটোয়া এসটিকে রোডের গৌরাঙ্গ পাড়ার কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনার নাদনঘাট থানার পুলিশ । আহতদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হলে সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন রাতের দিকে নবদ্বীপ থেকে দুটি বাইকে চারজন বাড়ি ফিরছিলেন । তাঁদের বাড়ি সমুদ্রগড়ের ডাঙাপাড়া এলাকায় । গৌরাঙ্গ পাড়ার কাছে একটা চারচাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় মৃত্যু হয় আব্দুল সেলিম মোল্লা, আবু বাক্কার মন্ডল, আবু বক্কর সিদ্দিকি মন্ডল ও আরিফ শেখের । এদের মধ্যে আরিফ শেখ সমুদ্রগড়ের পারুল ডাঙার বাসিন্দা । বাকি তিনজনের বাড়ি সমুদ্রগড়ের ডাঙাপাড়া এলাকায় । সেই সঙ্গে, দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে যাওয়ার জন্য গুরুতর আহত হন পদ্মা দাস নামে এক মহিলা । তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয় বাসিন্দা আশিক শেখ বলেন, "আমরা স্টেশন সংলগ্ন এলাকায় বসেছিলাম । মোবাইল ফোনের মাধ্যমে একজন ফোন করে ঘটনার কথা জানায় । জানতে পারি ডাঙাপাড়ার কয়েকজনের দুর্ঘটনা ঘটেছে । দুটি মোটর সাইকেলে চারজন চেপে যাচ্ছিলেন । উলটো দিক থেকে আসা একটা মারুতি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ।"

আশিক আরও জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ তাদের সাহায্য়ের জন্য স্থানীয়রাও এগিয়ে আসেন ৷ গাড়ির নীচে আরিফ শেখ চাপা পড়ে গিয়েছিলেন ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বলে জানান আশিফ ৷

পড়ুন: কালীপুজোর দিনে কলকাতায় মিলল রক্তাক্ত দেহ, নিজের ফ্ল্যাটেই খুন এলআইসি এজেন্ট !

কালনা, 1 নভেম্বর: কালীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা ৷ দুটি বাইকের সঙ্গে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত চার । আহত এক । বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালনা-কাটোয়া এসটিকে রোডের গৌরাঙ্গ পাড়ার কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনার নাদনঘাট থানার পুলিশ । আহতদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হলে সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন রাতের দিকে নবদ্বীপ থেকে দুটি বাইকে চারজন বাড়ি ফিরছিলেন । তাঁদের বাড়ি সমুদ্রগড়ের ডাঙাপাড়া এলাকায় । গৌরাঙ্গ পাড়ার কাছে একটা চারচাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় মৃত্যু হয় আব্দুল সেলিম মোল্লা, আবু বাক্কার মন্ডল, আবু বক্কর সিদ্দিকি মন্ডল ও আরিফ শেখের । এদের মধ্যে আরিফ শেখ সমুদ্রগড়ের পারুল ডাঙার বাসিন্দা । বাকি তিনজনের বাড়ি সমুদ্রগড়ের ডাঙাপাড়া এলাকায় । সেই সঙ্গে, দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে যাওয়ার জন্য গুরুতর আহত হন পদ্মা দাস নামে এক মহিলা । তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয় বাসিন্দা আশিক শেখ বলেন, "আমরা স্টেশন সংলগ্ন এলাকায় বসেছিলাম । মোবাইল ফোনের মাধ্যমে একজন ফোন করে ঘটনার কথা জানায় । জানতে পারি ডাঙাপাড়ার কয়েকজনের দুর্ঘটনা ঘটেছে । দুটি মোটর সাইকেলে চারজন চেপে যাচ্ছিলেন । উলটো দিক থেকে আসা একটা মারুতি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ।"

আশিক আরও জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ তাদের সাহায্য়ের জন্য স্থানীয়রাও এগিয়ে আসেন ৷ গাড়ির নীচে আরিফ শেখ চাপা পড়ে গিয়েছিলেন ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বলে জানান আশিফ ৷

পড়ুন: কালীপুজোর দিনে কলকাতায় মিলল রক্তাক্ত দেহ, নিজের ফ্ল্যাটেই খুন এলআইসি এজেন্ট !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.