পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কাল থেকে এক কাপড়ে', শান্তনুর বিরুদ্ধে ধাক্কা দিয়ে ঘর দখলের অভিযোগ মমতাবালার - Matua Thakurbari Conflict

Mamatabala Thakur: রবির সন্ধ্যায় মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়িতে দুই পরিবারের দ্বন্দ্ব চরমে উঠেছিল ৷ তারপর সোমবার সকাল থেকে কেমন রয়েছে সেখানকার পরিস্থিতি ? কী বলছেন মেলায় আগত ভক্তরা ?

Matua Thakurbari, ঠাকুরনগরের ঠাকুরবাড়ি
দুই পরিবারের দ্বন্দ্বে সকাল থেকে থমথমে মতুয়া ঠাকুরবাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 2:23 PM IST

Updated : Apr 8, 2024, 3:20 PM IST

ঠাকুরবাড়িতে বেনজির দ্বন্দ্ব

গাইঘাটা, 8 এপ্রিল: মতুয়া ধর্মের বড়মা বীণাপানি ঠাকুরের ঘর দখল করাকে কেন্দ্র রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়েছিল মতুয়া ঠাকুরবাড়ি । মেলা চলাকালীন এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মতুয়াভক্তরা । তারপর সোমবার সকাল থেকে উত্তর 24 পরগনার গাইঘাটা ঠাকুরনগরের ঠাকুরবাড়ি কার্যত থমথমে । আজ বিকালে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতাবালা ঠাকুর। পালটা ধরনায় বসার কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরও ।

ঠাকুরবাড়ির দুই পরিবারের বিবাদ নতুন কিছু নয় ! তবে গতকাল রবিবার মতুয়া ধর্মের বড়মা প্রয়াত বীণাপানি ঠাকুরের বসত ঘরের তালা ভেঙে সেই ঘরে প্রবেশ করেছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর পরিবার । পরবর্তীতে মধ্যরাতে বড়মার ঘরে তালা দেয় শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরা । এবার থেকে সেই ঘর মতুয়া ভক্তরাই দেখভাল করবে বলে রাতেই জানিয়েছিলেন শান্তনু ঠাকুর । তবে বারুণী মেলা চলাকালীন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মতুয়া ভক্তদের মধ্যে । ফলে সকাল থেকে কার্যত থমথমে ঠাকুরবাড়ি ।

অন্যান্য বছরে বারুণীর পুণ্যস্নানের পর ঠাকুরবাড়িতে যে পরিমাণ মতুয়া ভক্তদের দেখা যায় আজ তার থেকে ভক্তসংখ্যা অনেকটাই অনেক কম । ভক্তদের কথায়, দুই পরিবার তাদের নিজেদের স্বার্থ চরিতার্থে অশান্তি করছে । যা তারা মেনে নিতে পারছেন না । তাঁরা চাইছেন দুই পরিবার একসঙ্গে থাকুক । শান্তি ফিরুক ঠাকুরবাড়িতে ৷

তবে গতকালের ঘটনার প্রতিবাদে আজ বিকালে ঠাকুরনগর এলাকায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতাবালা ঠাকুর । তিনি জানান, প্রতিবাদ মিছিল শেষে ঠাকুরবাড়িতে ধরনায় বসবেন । তার উপরে হওয়া অত্যাচারের বিচার চাইবেন । একই সঙ্গে মমতা ঠাকুর জানান, বড়মা বীণাপাণি ঠাকুরের যে ঘরে তালা দেওয়া হয়েছে সেই ঘরের একটিতে তিনি থাকেন । তালা দেওয়ার ফলে সারারাত তিনি এক কাপড়ে ঘরের বাইরে ছিলেন । 10 এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর শপথ গ্রহণ রয়েছে । তিনি দিল্লি যাবেন । কিন্তু তাঁর যাবতীয় কাগজপত্র ঘরের মধ্যে আটকে রয়েছে । ঘরের কী অবস্থা হয়েছে তাও তিনি জানতে পারেননি । কীভাবে দিল্লি যাবেন সেটা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন । তাঁকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে শান্তনু ও তার পরিবার ৷

আরও পড়ুন :

  1. তালা ভেঙে বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী
  2. মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে তরজা, আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
Last Updated : Apr 8, 2024, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details