পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'পিঠে খাওয়ার নামে শাহজাহান যা করত, তৃণমূল প্রার্থীও সেই দোষে দুষ্ট', মালদায় প্রসূনকে তোপ শুভেন্দুর - LS POLLS 2024

Lok Sabha Election 2024: পিঠে খাওয়ার নামে শাহজাহান যা করত, উত্তর মালদার তৃণমূল প্রার্থীও সেই দোষে দুষ্ট। এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ কেন্দ্রের নানা প্রকল্পের কথাও তুলে ধরেন শুভেন্দু ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 11:03 PM IST

মালদা, 4 এপ্রিল: উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে শেখ শাহজাহানের পিঠা খাওয়ার তুলনা করলেন শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার উত্তর মালদার হবিবপুর বিধানসভা কেন্দপুকুরে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা ৷ এদিন তিনি একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তোপ দেগেছেন, তেমনই হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক কর্তাদের একাংশকেও ৷

কথা ছিল হবিবপুর ও গাজোল বিধানসভা কর্মীদের নিয়ে এদিন বেলা 12টায় কেন্দপুকুরে সভা করবেন নন্দীগ্রামের বিধায়ক ৷ বিকেল চারটেয় কালিয়াচকের তিনটি ব্লকের দলীয় কর্মীদের নিয়ে বৈষ্ণবনগর স্কুল ময়দানে সভা করবেন তিনি ৷ কিন্তু কেন্দপুকুরের সভায় তিনি বেলা তিনটেয় উপস্থিত হন ৷ রাত আটটায় তিনি বৈষ্ণবনগরের সভায় বক্তব্য রাখতে শুরু করেন ৷ কেন্দপুকুরের সভায় বক্তব্যের শুরুতে কেন্দ্রের নানা প্রকল্পের কথা সবার সামনে তুলে ধরেন শুভেন্দু ৷ তারপরেই খাপ খুলে বেরিয়ে আসেন তিনি৷ একের পর এক আক্রমণ করেন মমতা ও তৃণমূলকে ৷

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী আগে দিদি ছিলেন ৷ এখন পিসি হয়ে গিয়েছেন ৷ পরিবারতন্ত্র, ভ্রষ্টাচার আর তোষণের রাজনীতির বাইরে তিনি কোনও রাজনীতি করেন না ৷ এবার বিজেপি দেশের 543টি আসনেই লড়ছে ৷ বিজয়ডঙ্কা বাজতে শুরু করে দিয়েছে ৷ অরুণাচল প্রদেশের নির্বাচনে সেখানকার মুখ্যমন্ত্রী-সহ 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন ৷ আর পিসি-ভাইপোর কোম্পানি তোলামূল বাংলায় 42, অসমে এক, মেঘালয়ে এক আর অখিলেশের সৌজন্যে আরও এক ৷ অর্থাৎ মোট 45টি আসনে ভোটে লড়ছে ৷ এর মধ্যে পাঁচটাতে ওরা জিতবে কিনা জানি না৷ দেশের নির্বাচনে এদের কোনও ভূমিকা নেই ৷ তাই কেউ ভোট নষ্ট করবেন না৷”

এরপরেই শুভেন্দু নিশানা করেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে ৷ তিনি বলেন, "0এখানে যিনি দাঁড়িয়েছেন তাঁর অনেক গুণ ৷ আইপিএস অফিসার ৷ সব গুণ আছে ৷ বালুরঘাট আর মালদায় কান পাতলেই জানা যায়, ইনি শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ৷ শাহজাহান মাঝরাতে পিঠে খাওয়ার নাম করে 10 বছর ধরে একজনের সঙ্গে যা করেছে, ইনিও একই দোষে দুষ্ট ৷ আর দুই জেলার সব পঞ্চায়েত আর পৌরসভার ভোটে রিগিং ও ছাপ্পার নায়ক এই প্রাক্তন আইপিএস অফিসার ৷" হবিবপুরের বিডিও আর জেলা পুলিশ সুপারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “আপনারা একটু নিয়মকানুন মেনে চলুন ৷ ভোটে কেউ তৃণমূলকে জেতাতে পারবে না ৷ এবার উত্তর ও দক্ষিণ মালদায় তোলামূল তৃতীয় হবে ৷”

আরও পড়ুন

নির্বাচনী বিধিভঙ্গ, ব্রাত্যকে সরানোর সুপারিশ রাজ্যপালের

জোট না হওয়ার দায় বামেদের! ডায়মন্ড হারবার-যাদবপুর-সহ 5 আসনে প্রার্থী আইএসএফের

ABOUT THE AUTHOR

...view details