ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ফের শুটআউট ! মদের আসরে চলল গুলি, আহত 2 - MALDA SHOOTOUT

মদ্যপান নিয়ে বিবাদের জেরে গুলি চলল মালদায় ৷ হাসপাতালে চিকিৎসাধীন দু'জনেরই অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশের দাবি, বেআইনি কারবার নিয়ে অশান্তির জেরেই গুলি চলেছে ৷

MALDA SHOOTOUT
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 7:58 AM IST

মালদা, 31 জানুয়ারি: মদের আসরে শুটআউট ! গুলিবিদ্ধ হয়ে মালদা শহর সংলগ্ন একটি নার্সিংহোমে চিকিৎসাধীন এক ব্যক্তি। আরও এক ব্যক্তিকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনিও চিকিৎসাধীন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।

এদিকে পুলিশের দাবি, দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম অসীম মণ্ডল। বন্দুকের বাঁট দিয়ে যাঁকে আঘাত করা হয়েছে, তাঁর নাম বিকাশ মণ্ডল ৷ দু'জনেরই বাড়ি কালিয়াচকের রামধানটোলা এলাকায়। অসীম মণ্ডলের ভাই চিরঞ্জিৎ মণ্ডল বলেন, "অসীম ও বিকাশ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রামনগর বাজার এলাকায় একটি মদের দোকান রয়েছে। সেখানে অনেকেই মদ্যপান করেন। সেই রাস্তা দিয়ে আসার সময় ছয়-সাত জনের একটি দল দু'জনকে লক্ষ্য করে গুলি চালায়।"

মদের আসরে শুটআউট (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "অসীম মণ্ডল গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুক দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বিকাশকে। দু'জনকে একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে। উভয়ের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় ওই দলের দাপাদাপি রয়েছে। বিষয়টি পুলিশের জানা, তবুও কোনও পদক্ষেপ করে না। আমার দাদা কিংবা মামা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন। কেন তারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানা নেই।"

নার্সিংহোমে চিকিৎসাধীন ব্যক্তি (নিজস্ব ছবি)

জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই দলের মধ্যে বিবাদ বাধে। দুই দলের লোকজন একে অপরের ওপর হামলা চালায়। সেই সময় অপরাজিত সরকার ওরফে কালু, অসীম মণ্ডল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিকাশ মণ্ডল নামে আরও ব্যক্তিকে হাঁসুয়া দিয়ে আঘাত করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত অপরাজিত-সহ তার দুই সঙ্গী রকি সিংহ এবং চিরঞ্জিৎ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তরা বেআইনি কাফ সিরাপ পাচার ও আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে জড়িত ৷ অন্যদিকে আক্রান্তরা ব্রাউন সুগার কারবারের সঙ্গে জড়িত।

ABOUT THE AUTHOR

...view details