মালদা, 31 অগস্ট: ওঁদের কেউ 15 বছর, কেউ বা 25 বছর ধরে একই কাজ করে যাচ্ছিলেন ৷ কাজ বলতে ভিনরাজ্যে হকারি ৷ প্রতিবেশী ওড়িশাতেই যান তাঁরা ৷ কেউ কটক, কেউ ভুবনেশ্বর, কেউ বা অন্য কোনও বড় শহরে থেকে গ্রামে গ্রামে প্লাস্টিকের জিনিসপত্র হকারি করেন ৷ তাঁরা মূলত কালিয়াচক 1 নম্বর ব্লকের বাসিন্দা ৷ অন্য ব্লকেরও কয়েকজন আছেন ৷ এতদিন কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু নবীন পট্টনায়েক সরকারের পতনের পরই মালদার এই পরিযায়ী শ্রমিকরা ওড়িশায় প্রবল সমস্যায় পড়েছেন ৷
শুধুমাত্র বাংলায় কথা বলেন বলে সেই রাজ্যে তাঁদের নির্যাতনের শিকার হতে হচ্ছে । এমনটাই অভিযোগ ৷ ভয়ে তাঁরা সেখান থেকে কাজকর্ম গুটিয়ে ঘরে ফিরে এসেছেন ৷ কিন্তু তাঁরা এই রাজ্যে নয়, ফের ওড়িশাতেই কাজে ফিরতে চান ৷ কারণ, এতদিন এক কাজে থাকার পর পেশা বদল করা তাঁদের পক্ষে সম্ভব নয় ৷ কবে তাঁরা ফের নিজেদের কাজ শুরু করতে পারবেন, তা জানা নেই ৷ তাই তাঁরা দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ এই শ্রমিকরা জানান, বেশিদিন ঘরে বসে কাটালে তাঁদের চলবে না। পেটের ভাত জোগাড় করতে তাঁদের ওড়িশাতে ফেরত যেতে হবে ৷