দার্জিলিং, 26 ফেব্রুয়ারি: শিলিগুড়ি থেকে এশিয়ান হাইওয়ে ধরে বাগডোগরা । নকশালবাড়ি ব্লকের অধীনে বাগডোগরার ঘন জঙ্গলের মাঝামাঝি রয়েছে জংলি বাবার মন্দির । আর সেখানেই শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে ভারতীয় সেনা, বন দফতর ও পুলিশ-প্রশাসন ।
বুধবার মহা-শিবরাত্রি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল বন দফতর ও ভারতীয় সেনা । সেই মতো এদিন ভোর থেকেই ময়দানে তারা ।
কার্শিয়াং বনবিভাগের অধীন বাগডোগরা রেঞ্জ । সেই রেঞ্জের মাঝেই অবস্থিত ওই জংলি বাবার মন্দির । প্রতি বছর শিবরাত্রিতে ওই মন্দিরে জেলা তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের সমাগম হয় । আর এদিকে মন্দিরের কাছেই সেনাছাউনি রয়েছে । এছাড়াও মাঝেমধ্যেই মন্দির সংলগ্ন এলাকায় হাতি, বাইসনের মতো বন্যপ্রাণীর আনাগোনা হয় । রয়েছে হাতির করিডর । সেজন্য শিবরাত্রির সময় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রথম থেকেই প্রস্তুতি শুরু করে পুলিশ, বন ও ভারতীয় সেনাবাহিনী ।
এদিন সকালেও মন্দির থেকে খানিকটা দূরে জঙ্গলে 12টি হাতির একটি দলকে দেখা যায় । এছাড়াও দেখা গিয়েছে বাইসনের আনাগোনা । যে কারণে এদিন মন্দির সংলগ্ন এলাকায় বাড়তি বনকর্মী মোতায়েন করা হয় । বন দফতর সূত্রে জানা গিয়েছে, মন্দিরের কাছে এশিয়ান হাইওয়ে থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে পুলিশ ।
বাগডোগরার ঘন জঙ্গলে জংলি বাবার মন্দিরে শিবরাত্রি পালন (নিজস্ব ছবি)
অন্যদিকে, জঙ্গলের ভিতর মন্দির এলাকা ঘিরে রাখেন বনকর্মীরা । চারটি স্কোয়াড, ঐরাবত, বাগডোগরা রেঞ্জ, টুকুরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা সেখানে মোতায়েন রাখা হয়েছে । ভারতীয় সেনার তরফে রাখা হয়েছে মন্দিরের ভিতর নিরাপত্তা ব্যবস্থা । পাশাপাশি সেনাবাহিনীর তরফে দেওয়া হয়েছে দমকল, বিনামূল্যে প্রসাদ বিতরণ । বন দফতরের তরফে পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে রাখা হয় গাড়ি পরিষেবা ।
বাগডোগরার ঘন জঙ্গলে জংলি বাবার মন্দিরে শিবরাত্রি পালন (নিজস্ব ছবি)
এই বিষয়ে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "পুলিশ, বন দফতর ও ভারতীয় সেনা ময়দানে রয়েছে । সকালে মন্দির থেকে কিছুটা দূরে হাতির পালের দেখা মিলেছে । বাইসনও দেখা গিয়েছে । আমরা খুব সতর্ক রয়েছি । বিকেলের মধ্যে পুণ্যার্থীদের মন্দির ছাড়ার জন্য বলা হয়েছে । কাল সকাল থেকে আবার একইভাবে মন্দির দর্শন করা যাবে ।"
শিলিগুড়ি থেকে আগত দর্শনার্থী নিতু সিংহ বলেন, "দারুণ পরিবেশ । খুব ভালো লাগছে । বন দফতর ও ভারতীয় সেনা খুব ভালো নিরাপত্তা দিচ্ছে ।" গিরিজেশ সিং বলেন, "খুব ভালো লাগছে । প্রতিবারই আসি । সেনা জওয়ান ও বন দফতর পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছে ।"