প্রায় সর্বত্রই সমারোহে পালিত হয় শিবরাত্রি ৷ এদিন দেবাদিদেব মহাদেব ও পার্বতীর পুজো করা হয় ৷ নির্দিষ্ট আচার ও নিয়ম-রীতি মেনে পালিত হয় শিবরাত্রি ৷ মনে করা হয় শিবরাত্রির ব্রত পালন করলে সমস্ত বিপদ দূর হয় ৷ কথিত আছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল ৷ এই তিথি পালিত হয় শিবরাত্রি হিসাবে ৷ অনেকেই মনে করেন নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় ৷ এই বছর 8 মার্চ শুক্রবার রাত 9টা 40 মিনিট থেকে 9 মার্চ সন্ধ্যে 6টা 40 মিনিট পর্যন্ত শিবরাত্রির তিথি চলবে ৷ জেনে নিন, চার প্রহরে শিবরাত্রি ব্রত পালনের নির্ঘণ্ট ৷
মহাশিবরাত্রি-র চার প্রহরের পুজোর সময়:
সাধারণত 4 প্রহরে মহাদেবের পুজো করা হয় ৷ এই চার প্রহরে পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে ৷ 8 মার্চ মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরে উপবাস করে পুজো শুরু করতে হবে ৷ সন্ধ্যে 6টা 25 মিনিটে শুরু হবে প্রথম প্রহরের পুজো ৷ দ্বিতীয় প্রহরের পুজো ও উপবাস শুরু হবে রাত সাড়ে 9টায় । এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে রাত 12টা 31 মিনিটে ৷ এছাড়াও শেষ ও চতুর্থ প্রহরের পূজা শুরু হবে ভোর 3টা 34 মিনিটে । মহাশিবরাত্রির ব্রত ও উপবাস সমাপ্ত হবে ভোর 6টা 35 মিনিটে । 9 মার্চ সকাল 6টা 37 মিনিট থেকে দুপুর সাড়ে 3টের মধ্যে মহাশিবরাত্রির উপবাস ভাঙতে পারবেন পুণ্য়ার্থীরা ।
শিবরাত্রিতে পুজোর উপকরণ: