পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী

Madhyamik Examination 2024: পরীক্ষার হলে বসে মোবাইল ফোন দেখে উত্তর লেখার চেষ্টা ৷ পরিদর্শকদের কাছে হাতেনাতে ধরা পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী ৷ ঘটনাস্থল কুলটি ৷ প্রশ্নফাঁসের পর পরীক্ষা হলে মোবাইল ফোন উদ্ধার ৷ প্রশ্নের মুখে পর্ষদের নিরাপত্তা ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 4:51 PM IST

Madhyamik Examination
পরীক্ষায় নকল

মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায়

কুলটি, 6 ফেব্রুয়ারি: ফের পর্ষদের বজ্র আঁটুনির মাঝে ফসকা গেরো ৷ মাধ্যমিক পরীক্ষায় লুকিয়ে মোবাইল ফোন দেখে উত্তর লিখতে গিয়ে ধরা পড়ল এক ছাত্রী । ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কুলটি ৷

মাধ্যমিক পরীক্ষা শুরু আগে থেকেই প্রশ্নফাঁস আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ ৷ তা সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁস আটকানো সম্ভব হয়নি ৷ শুক্রবার মাধ্যমিক শুরুর পর থেকে মালদা-সহ একাধিক জেলা থেকে প্রশ্নফাঁসের অভিযোগ এসেছে ৷ আর সবক'টি ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে স্মার্ট মোবাইল ফোন ৷ মেটাল ডিটেক্টর-সহ একাধিক পন্থা অবলম্বন করার পরও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে ৷ তার আর একটি উদাহরণ কুলটির ঘটনা ৷

সোমবার কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা চলছিল ৷ সেসময় এক ছাত্রী লুকিয়ে মোবাইল ফোন দেখে উত্তর লেখার চেষ্টা করছিল । কিন্তু শেষ রক্ষা হল না । পরীক্ষা হলের পরিদর্শকদের হাতে ধরা পড়ে গেল ছাত্রীটি । পর্ষদের নিয়ম ভাঙায় ওই ছাত্রীকে 'রিপোর্টেড এগেইনস্ট' বা আরএ করা হয়েছে । অর্থাৎ ওই ছাত্রী এই বছর আর কোনও পরীক্ষা দিতে পারবে না । তার সব পরীক্ষা বাতিল করা হল ৷ এই ঘটনার পর প্রশ্ন উঠছে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ৷ কীভাবে ওই ছাত্রী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকল সে বিষয়ে প্রশ্ন উঠছে ।

পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় বলেন, "কুলটির নিয়ামতপুর অঞ্চলের একটি স্কুলের সিট পড়েছে কুলটি গার্লস হাইস্কুলে । সেখানেই সোমবার পরীক্ষা চলাকালীন এক ছাত্রী মোবাইল ফোন-সহ হাতেনাতে ধরা পড়ে। তার খাতা কেড়ে নেওয়া হয় । পাশাপাশি তার পরীক্ষা বাতিল করা হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ভাঙায় ওই ছাত্রী আর চলতি বছরে কোনও পরীক্ষায় বসতে পারবে না ৷"

অন্যদিকে মঙ্গলবারও মাধ্যমিকের পরীক্ষা রয়েছে ৷ এ দিন কুলটি গার্লস হাইস্কুলে গিয়ে দেখা গেল, পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে । আরও কঠোরভাবে ছাত্রীদের পরীক্ষা করে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে । রাজীব মুখোপাধ্যায় জানান, কী কারণে বা কার গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আরও কঠোর নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে । কোনওভাবেই যেন কেউ মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না-পারে সেদিকটা দেখা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষায় নকলে বাঁধা, জলপাইগুড়িতে ক্লাসরুমে ভাঙচুর
  2. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  3. বাংলার পর ইংরেজি, পরীক্ষা শুরুর পরেই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্র

ABOUT THE AUTHOR

...view details