কুলটি, 6 ফেব্রুয়ারি: ফের পর্ষদের বজ্র আঁটুনির মাঝে ফসকা গেরো ৷ মাধ্যমিক পরীক্ষায় লুকিয়ে মোবাইল ফোন দেখে উত্তর লিখতে গিয়ে ধরা পড়ল এক ছাত্রী । ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কুলটি ৷
মাধ্যমিক পরীক্ষা শুরু আগে থেকেই প্রশ্নফাঁস আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ ৷ তা সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁস আটকানো সম্ভব হয়নি ৷ শুক্রবার মাধ্যমিক শুরুর পর থেকে মালদা-সহ একাধিক জেলা থেকে প্রশ্নফাঁসের অভিযোগ এসেছে ৷ আর সবক'টি ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে স্মার্ট মোবাইল ফোন ৷ মেটাল ডিটেক্টর-সহ একাধিক পন্থা অবলম্বন করার পরও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে ৷ তার আর একটি উদাহরণ কুলটির ঘটনা ৷
সোমবার কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা চলছিল ৷ সেসময় এক ছাত্রী লুকিয়ে মোবাইল ফোন দেখে উত্তর লেখার চেষ্টা করছিল । কিন্তু শেষ রক্ষা হল না । পরীক্ষা হলের পরিদর্শকদের হাতে ধরা পড়ে গেল ছাত্রীটি । পর্ষদের নিয়ম ভাঙায় ওই ছাত্রীকে 'রিপোর্টেড এগেইনস্ট' বা আরএ করা হয়েছে । অর্থাৎ ওই ছাত্রী এই বছর আর কোনও পরীক্ষা দিতে পারবে না । তার সব পরীক্ষা বাতিল করা হল ৷ এই ঘটনার পর প্রশ্ন উঠছে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ৷ কীভাবে ওই ছাত্রী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকল সে বিষয়ে প্রশ্ন উঠছে ।