কলকাতা, 25 ফেব্রুয়ারি: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সূচিতে রদবদল। পূর্বে ঘোষিত দিনের পরিবর্তে নতুন দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে নতুন দিন ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি। শেষ হবে 24 ফেব্রুয়ারি।
যদিও কোন দিন কী পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকের নির্ঘণ্ট এখনও প্রকাশ করা হয়নি পর্ষদের তরফে। চলতি বছর ফল প্রকাশের সময়েই আগামী বছরের নির্ঘণ্ট বিশদে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পর্ষদ। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার শেষদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সময় শিক্ষামন্ত্রী আগামী বছরের পরীক্ষার সূচি ঘোষণা করেন। সেই সূচি অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হত 14 ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ছিল 24 ফেব্রুয়ারি। এমনকী কোনদিন কী পরীক্ষা হবে, তাও ঘোষণা করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই সূচী তৈরি হয়েছে।