শিলিগুড়ি, 3 নভেম্বর:কলকাতার পর এবার ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে । ইচ্ছে থাকলেও কলকাতায় উত্তর থেকে আসা হয়নি বহু মানুষের । তাই এবার তাঁদের আবেদনে সাড়া দিয়েই লক্ষ কন্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হতে চলেছে শিলিগুড়িতে ৷ এমনটাই জানিয়েছে সনাতন সংস্কৃতি সংসদ ।
শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পহাটের লাগোয়া কাওয়াখালী ময়দানে আয়োজন করা হবে মেগা গীতাপাঠ চক্রের । তবে আগামী বছর আবারও এই অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে বলে জানিয়েছেন সংসদের প্রধান তথা ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ ।
কার্তিক মহারাজ জানিয়েছেন, মানব জাতির জন্য উৎসর্গ এই বইয়ের ভাবনা যেমন নবজাগরণের কাজ করেছে, তেমনই মহিলা-পুরুষ নির্বিশেষে সকলকে সঠিক পথ বাতলে দিয়েছে । বাংলা তথা দেশের যে চারিত্রিক অবক্ষয় এবং মানবসম্পদের অবমূল্যায়ন হচ্ছে, একমাত্র গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানবজাতিকে রক্ষা করতে । সংসদের লক্ষ হল মানুষের মধ্যে গীতা চর্চাকে ছড়িয়ে দেওয়া ।
যদিও সবেমাত্র কর্মসূচি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে এবছর হয়তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানো হতে পারে । পাশাপাশি, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে । আসার কথা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও । সংসদের পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হলেও বাকি আমন্ত্রিতদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি ।
জানা গিয়েছে, মূল মঞ্চে যেখানে গীতা রাখা থাকবে সেখানেই বসবেন শঙ্করাচার্য ও পুরীর মন্দিরের দৈতাপতী । সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলিগুড়ির গীতাপাঠ চক্রে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে । এছাড়াও উপস্থিত সবাই ‘হে পার্থসারথি’ নজরুলগীতিটিও পরিবেশন করবেন ।
সংসদের প্রধান তথা ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ ইটিভি ভারতকে জানিয়েছেন, দেশের সবকটি মঠ ও মিশনের সঙ্গে কথা হয়েছে ৷ সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক । সর্বধর্ম সমন্বয়ের কর্মসূচি এটি ৷ ফলে সনাতনী ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষজন এখানে এসে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করতে পারেন ৷ আমন্ত্রণ জানানো হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষজনকেও।
2023 সালের অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মানস ভট্টাচার্য্য ৷ তিনি জানিয়েছেন, গত বছর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে ইচ্ছে থাকলেও উত্তরের মানুষ এবং ভক্তবৃন্দ উপস্থিত থাকতে পারেননি । তাই তাঁরা আবেদন জানিয়েছিলেন যে এবার যেন শিলিগুড়িতে এই অনুষ্ঠানটি করা হয় । তাঁদের আবেদনে সাড়া দিয়ে এই বছরের অনুষ্ঠানটি শিলিগুড়িতে আয়োজন করা হচ্ছে ।