কলকাতা, 24 মে: কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার র্যালিতে বাধ সাধলো কলকাতা পুলিশ। বিজেপির অভিযোগ, তাঁদের কাছে আগাম পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও মিছিলে তাঁদের বাধা দেয়। এই নিয়ে পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় ৷ ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
1 জুন সপ্তম দফার নির্বাচন রাজ্যে। নির্বাচন হবে দমদম, বারাসাত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে। তার আগেই জোর প্রচার চলছে নির্বাচনকে ঘিরে। একদিকে যেমন প্রচার চালাচ্ছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অন্যদিকে প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং বাম প্রার্থী সায়রা শাহ হালিম। এদিন দেবশ্রী চৌধুরীর সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মিছিল করার কথা ছিল গড়চা থেকে হাজরা মোড় পযর্ন্ত। তবে সেই মিছিল বারে বারে পুলিশি বাধার মুখে পড়ে বলে দাবি করেন বিজেপি কর্মী-সমর্থকরা।