পুরুলিয়া, 7 এপ্রিল: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে প্রচারে ফের এনআইএ অভিযান নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করলেন, রাতের অন্ধকার মা-বোনদের ঘরে এনআইএ ঢুকিয়ে দিচ্ছে বিজেপি ৷ ভূপতিনগরের ঘটনায় ঘুরিয়ে মহিলাদের সম্মানহানির অভিযোগ তুললেন মমতা ৷ উল্লেখ্য, এদিন ভূপতিনগর থানায় এনআইএ'র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে ৷
পুরুলিয়ার সভা থেকে মমতার নিশানায় ফের একবার কেন্দ্রীয় এজেন্সি ৷ মমতা বলেন, "পুলিশ জানে না, রাতের অন্ধকারে মা-বোনরা যখন ঘুমোচ্ছে, তাঁদের ঘরে এনআইএ ঢুকিয়ে দিচ্ছে বিজেপি ৷ ওই গদ্দারেরা এলাকায় ঘরে ঘরে গিয়ে উৎপাত চালাচ্ছে ৷ মা-বোনেরা কী করে জানবে কে পুলিশ, আর কে হামলাকারী ? আর বলছে তৃণমূলের সব বুথ সভাপতিদের তুলে নাও ৷ যাতে ওরা ইলেকশনে কাজ করতে না পারে ৷ এনআইএ'কে দিয়ে বিজেপি এখন তৃণমূলকে আটকাতে চাইছে ৷"
তবে, শুধু ভূপতিনগর নয় ৷ মমতার অভিযোগ, এনআইএ'কে দিয়ে পুরুলিয়া-সহ জঙ্গল মহলেও বিভিন্ন জায়গায় খোঁজখবর চালানো হচ্ছে ৷ কোথায় কোন বাড়িতে তৃণমূলের বুথ ও ব্লক সভাপতিরা থাকেন, তাঁদের খোঁজ নেওয়া হচ্ছে ৷ তাঁর অভিযোগ এনআইএ'কে দিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের তুলে নেওয়ার চক্রান্ত করছে নরেন্দ্র মোদি এবং তাঁর দল ৷ এই প্রসঙ্গে, সিবিআই ও ইডি-কেও বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ করেছেন মমতা ৷ নাম না-করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দুর্নীতির মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷
এদিন খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে সড়কপথে পুরুলিয়া আসেন ৷ রবিবার সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে ভারী বৃষ্টি ও সঙ্গে ঝড়ের পূর্বাভাস ছিল ৷ ফলে বেলা গড়াতেই হালকা বৃষ্টি শুরু হয় ৷ খারাপ আবহাওয়ার কারণে মমতা দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে বেলা 11টা 40 মিনিটে গাড়িতে পুরুলিয়া রওনা হন ৷ ফলে বেলা 1টার সময় পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের হয়ে মমতার লোকসভা নির্বাচনের প্রচার শুরু হতে দেরি হয়ে যায় ৷ আজই তিনি দুর্গাপুরে ফিরে যাবেন ৷ সোমবার সেখান থেকেই বাঁকুড়া রওনা দেবেন মমতা ৷
আরও পড়ুন:
- আবহাওয়া খারাপ, আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা মমতার
- এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের
- ‘হামলাটা মেয়েরা করেননি, করেছে এনআইএ’; ভূপতিনগর কাণ্ডে বড় অভিযোগ মমতার