কালিম্পং, 25 জুলাই: ফের সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের । বৃহস্পতিবার সেবকের ভালুখোলায় 9 ও 10 নম্বর টানেলের কাছে ওই শ্রমিকের মৃত্যু হয় । এই নিয়ে ওই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 19 জনের মৃত্যু হল । এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷
এদিন যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর নাম রাজেন ছেত্রী (42)। তিনি কালিম্পংয়েরই কিরণের বাসিন্দা বলে জানা গিয়েছে । তাঁর মৃত্যুর পরই ফের রেল কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । পাশাপাশি রেল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ।
ওই শ্রমিকের মৃত্যুর পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন । মৃত শ্রমিকের দেহ ঘটনাস্থলে রেখেই তাঁরা বিক্ষোভ দেখান । এমনকি পুলিশকে দেহ উদ্ধার করতেও বাধা দেন এলাকাবাসীরা । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । পরে সেবক ফাঁড়ির পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । তবে এই ঘটনায় এদিন দিনভর বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । সেই কারণে কাজ বন্ধ হয়ে যায় রেল প্রকল্পের ।