বংশীহারী, 1 সেপ্টেম্বর:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় ফের অভিযুক্তের বাড়িতে হামলা ৷ এবার হামলা চালানোর অভিযোগ উঠল গ্রামের মহিলাদের বিরুদ্ধে ৷ শনিবার রাতে জনা পঞ্চাশ মহিলা অভিযুক্তের বাড়িতে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ ৷ এমনকী গ্রামে পুলিশের উপস্থিতিতে এই ভাঙচুর হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, তা বাইরে ফেলে দেওয়া হয়েছে ৷
বংশীহারীতে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বাড়িতে ভাঙচুরের অভিযোগ মহিলাদের বিরুদ্ধে৷ (ইটিভি ভারত) ঘটনার পর রবিবার দুপুরে গ্রামে আসেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ৷ সেই সঙ্গে আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ রয়েছেন মহিলা পুলিশও ৷ এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি থমথমে ৷ তবে, গ্রামে নিরাপত্তা থাকা সত্ত্বেও অভিযুক্তের বাড়িতে হামলার ঘটনায়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পুলিশ কর্মীরা যখন খাওয়া-দাওয়া করছিলেন, ঠিক সেই সময় ভাঙচুর চালানো হয় ৷
এদিকে ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া অভিযুক্ত যুবকের পরিবার ৷ কেন নিরাপত্তায় উপস্থিত পুলিশ কর্মীরা এই হামলা রুখতে পারলেন না, তা তদন্ত করে দেখছে প্রশাসন ৷ অন্যদিকে, শনিবারের হামলার পর অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক পোস্টার ৷ যা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত যে শাসক শিবিরের ঘনিষ্ঠ, ওই পোস্টারগুলিই তার প্রমাণ ৷
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অখিল দাস জানান, "এই বাড়ির মালিকের ছেলেই গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করেছে ৷ এই ঘটনার পর থেকে ওই বাড়ির সবাই পলাতক ৷ কিন্তু, মূল অভিযুক্ত ধরা পড়েছে ৷ গতকাল সন্ধ্যায় এলাকার প্রায় 50-60 জন মহিলা পুলিশের সামনেই অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করেন ৷ পুলিশ বাধা দিলেও, তাঁদের কথা শোনেনি ওই সকল মহিলারা ৷ আমরা চাইছি ধর্ষণের ঘটনার সঠিক বিচার হোক ৷"
এনিয়ে গ্রামের এক মহিলা অনুরাধা দত্ত সিংহ বলেন, "আমরা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছি ৷ আমরা নিরাপদে নেই ৷ ভয় আমাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে ৷ দু-একদিন পরপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এই কারণে আমরা গ্রামবাসীরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি ৷ আমরা চাই সঠিক বিচার হোক ৷ এই গ্রামে ওই পরিবারকে আমরা থাকতে দেব না ৷" যদিও, অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুরের বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কিছু বলতে চাননি ৷