কলকাতা, 2 ফেব্রুয়ারি: পূর্ব রেলওয়ে কৃষ্ণনগর সিটি-লালগোলা সেকশনে রেজিনগর ও বেলডাঙা স্টেশন এবং বেলডাঙা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের কাজ হতে চলেছে। এই কাজের জন্য আজ অর্থাৎ রবিবার সকাল 10টা 30 মিনিট থেকে বিকেল 05টা পর্যন্ত 6 ঘণ্টা 30 মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এর ফলে একাধিক ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তাই সরস্বতী পুজোর দিন বেরনোর আগে জানুন কোন কোন ট্রেন বাতিল থাকছে ৷
যে ট্রেনগুলি আজ বাতিল করা হয়েছে-
- 31861/31864 কৃষ্ণনগর-লালগোলা-কৃষ্ণনগর EMU প্যাসেঞ্জার
- 53178/53175 লালগোলা-শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার
- 31773/31774 রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU প্যাসেঞ্জার
- 53092/53091 কৃষ্ণনগর-আজিমগঞ্জ-কৃষ্ণনগর প্যাসেঞ্জার
যে ট্রেনগুলির যাত্রাপথ আজ সংক্ষিপ্ত করা হয়েছে-
- 31769 রানাঘাট-লালগোলা EMU প্যাসেঞ্জার পলাশিতে যাত্রাপথ সংক্ষিপ্ত করবে এবং 31770 লালগোলা-রানাঘাট EMU প্যাসেঞ্জার পলাশি থেকে শুরু হবে। ট্রেনটি পলাশি থেকে দুপুর 02টো 45 মিনিটে ছাড়বে।
- 63107 শিয়ালদা-লালগোলা MEMU প্যাসেঞ্জার পলাশিতে যাত্রা শেষ করবে এবং 63104 লালগোলা-শিয়ালদা MEMU প্যাসেঞ্জার পলাশি থেকে শুরু হবে। ট্রেনটি পলাশি থেকে দুপুর 01টা 45 মিনিটে ছাড়বে।
- 31819 শিয়ালদা-কৃষ্ণনগর EMU প্যাসেঞ্জার রানাঘাটে যাত্রা শেষ করবে।
- 31840 কৃষ্ণনগর-শিয়ালদা EMU প্যাসেঞ্জার রানাঘাট থেকে যাত্রা শুরু হবে।
- এছাড়াও, 53180 লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলা থেকে 02টো 45 মিনিটের পরিবর্তে বিকেল 04টে 15 মিনিটে ছাড়বে।
পাশাপাশি, সরস্বতী পুজোয় শিয়ালদা থেকে বাতিল রয়েছে আরও শতাধিক লোকাল ট্রেন ৷ শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় অর্থাৎ শিয়ালদা-বারুইপুর লাইনের রেলের কাজের জন্য বাতিল রয়েছে 108টি ট্রেন। গত বৃহস্পতিবার পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছিল, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজের জন্য শনিবার ও রবিবার ট্রেন বাতিল থাকবে। যেহেতু এতগুলি ট্রেন বাতিল তাই সপ্তাহের শেষদিন দু'টিকেই বেছে নেওয়া হয়েছে ৷ যেহেতু সপ্তাহান্ত তাই যাত্রীদের তেমন একটা সমস্যায় পড়তে হবে না ৷