সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার করা হল স্থানীয় এক আইএসএফ নেত্রীকে ৷ বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মিনাখাঁ থেকে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করে পুলিশ । তিনি ওই এলাকারই বাসিন্দা । রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ । ধৃত নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই ঘটনায় বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ।
সন্দেশখালি সফরে গিয়েই রাজ্য পুলিশের ডিজি বলেছিলেন যে, এই ঘটনায় যাঁরা আইন হাতে তুলে নেবেন এবং যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদেরকে গ্রেফতার করা হবে । তাই নিজেরা হাতে আইন তুলে না নিয়ে, পুলিশের শিবিরে গিয়ে অভিযোগ জানানোর জন্য আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার ৷ এ বার সেই ঘটনাতেই অর্থাৎ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অভিযোগে শনিবার গ্রেফতার হলেন আইএসএফ নেত্রী আয়েশা বিবি ।
যখন থেকে সন্দেশখালি উত্তপ্ত হয়েছে তখন থেকেই দেখা গিয়েছে বিভিন্ন নেতানেত্রীদের গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা । তবে এর আগে, সেখানে গোলমালের অভিযোগে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহকে কলকাতা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ । পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে । তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনের ধারা প্রয়োগ করা হবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে । কিন্তু সন্দেশখালির মানুষের প্রশ্ন, এই এত ঘটনা ঘটার পরেও কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ ।
আরও পড়ুন:
- মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীরাই সুরক্ষিত নন, সন্দেশখালি নিয়ে মমতাকে তোপ বিজেপি নেত্রীর
- পুলিশি নজর এড়িয়ে সন্দেশখালির অশান্ত এলাকায় ঘুরলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
- তপ্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার পরিবারকে তাড়া ক্ষুদ্ধ গ্রামবাসীদের