শান্তিপুর, 4 নভেম্বর: কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মদের ফোয়ারা ! বোতল থেকে ছিটকে রাস্তা দিয়ে যাওয়া মহিলার গায়ে পড়লে প্রতিবাদ জানান তাঁর স্বামী ৷ অভিযোগ, সেই সময় মুখে থাকা মদ ছিটিয়ে দেওয়া হয় মহিলার মুখে ৷
এখানেই শেষ নয়, মদের বোতল দিয়ে স্বামী-স্ত্রী এবং তাঁদের এক বন্ধুকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ৷ পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনা নিয়ে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকায় । উত্তেজনা সামাল দিতে ছুটে আসে দুই সিভিক ভলান্টিয়ার এবং এলাকার যুবকরা ৷ তাদের মধ্যস্থতায় সাময়িক নিষ্পত্তি হলেও আক্রান্ত স্বামী এবং বন্ধু হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার দ্বারস্থ হন ৷ স্ত্রী চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর রেলস্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পরপর তিনটি ঠাকুর বিসর্জনের জন্য বের করা হয়েছিল ৷ আনুমানিক রাত 10টা নাগাদ বাজনা এবং আলোকসজ্জা-সহ শোভাযাত্রা কাশ্যপপাড়ার দিকে যাচ্ছিল ৷ এর মধ্যে একটি পুজো উদ্যোক্তাদের কয়েকজনের সঙ্গে মোটর সাইকেল করে যাওয়া পথচারী ওই স্বামী-স্ত্রীর বচসা হয় ।
ক্যামেরার সামনে মুখ না-খুললেও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, এ ধরনের আচরণের জন্য দুই একজন যুবক ক্ষমা চেয়েছিলেন ৷ তবে স্ত্রীর প্রতি এ ধরনের অমানবিক এবং নোংরা ব্যবহার কোনওভাবেই মেনে নিতে পারেননি স্বামী ৷ তাই তিনি উত্তেজিত হওয়ার পরেই অন্যান্য পুজো উদ্যোক্তারা ছুটে আসে এবং পরিস্থিতি রণক্ষেত্র তৈরি হয়।
যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই গৃহবধূর সঙ্গে কথা বলে ৷ তাঁর স্বামীকে শান্তিপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ করতে বলে ৷ তবে ইতিমধ্যেই পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে ।