পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টি এল ঝেঁপে! দহনজ্বালা জুড়িয়ে ক্ষণিকের স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে - WB Weather Forecast - WB WEATHER FORECAST

West Bengal Weather Update: এপ্রিলের শুরু থেকেই নাভিশ্বাস উঠেছে দেশ তথা রাজ্যবাসীর। জ্বালাপোড়া গরম, তাপপ্রবাহ এবং ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এসবের হাত থেকে খানিক রেহাই পেলেন বঙ্গবাসী ৷ হাওয়া অফিসের পূর্বাভাস মতো এক পশলার বৃষ্টিতে ভিজল শহর তিলোত্তমা ৷

West Bengal Weather Update
West Bengal Weather Update

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 12:34 PM IST

কলকাতা, 7 এপ্রিল:চাদিফাটা রোদ, জ্বালাপোড়া গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। আজ, দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তা না-হলেও মেঘে ঢাকা আকাশে বৃষ্টির আগমনী। বজ্রবিদ্যুতের শব্দ এবং ঝলকানি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিন শুরু হয়েছে। সঙ্গে হালকা বৃষ্টি। তবে তা দীর্ঘায়িত হয়নি। তবুও ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তির ইঙ্গিত। হাওয়া অফিস বলছে, উত্তর বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত ঘনায়মান। তার জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। ফলে ধারাস্নানে ভিজতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ৷

পূর্বাভাস মতো দুই 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হালকা রয়েছে। যেভাবে আকাশের মুখ ভার তাতে আশা করা যায় দুয়ারে বৃষ্টি । খড়তাপে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দহনজ্বালা উপেক্ষা করে মানুষের অভাব অভিযোগ প্রশ্ন প্রত্যাশা শুনতে হয়েছে। রবিবাসরীয় প্রচারে প্রথমবার স্বস্তি বরুণ দেবতার সৌজন্যে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, কিছু এলাকায় এখনও বৃষ্টি হবে।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে। আপাতত দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 শতাংশ। কলকাতা এবং আশেপাশের অঞ্চলে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলিসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি সেলসিয়াস বেশি।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ। এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা ছিল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও ছিল, অন্তত এমনটই জানা যায় হাওয়া অফিসের তরফে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
  2. আজও তাপপ্রবাহ চলবে, সপ্তাহান্তে বৃষ্টিতে জুড়বে প্রাণ; ইঙ্গিত আবহাওয়া দফতরের
  3. নতুন সপ্তাহে আপনার ভাগ্যে কোনও অশনি সংকেত নেই তো ? জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details