পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা-বাগানে চিতাবাঘের আতঙ্ক, ফাঁদে পা দিয়ে অবশেষে খাঁচাবন্দি - LEOPARD CAGED IN TEA GARDEN

বেশ কয়েকদিন ধরে মথুরা চা-বাগানে দেখা যাচ্ছিল চিতাবাঘটিকে ৷ চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা খাঁচা পেতেছিলেন ৷ সেখানেই আজ সকালে ধরা পড়ে সেটি ৷

LEOPARD CAGED IN TEA GARDEN
মথুরা চা-বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 5:23 PM IST

Updated : Nov 22, 2024, 6:07 PM IST

আলিপুরদুয়ার, 22 নভেম্বর: বেশ কয়েকদিনের আতঙ্কের অবসান আলিপুরদুয়ারের মথুরা চা-বাগানে ৷ একটি চিতাবাঘ চা-বাগান এলাকায় প্রবেশ করায় আতঙ্কের সৃষ্টি হয় ৷ আজ সকালে চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার পর, চিতাবাঘটিকে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷

জানা গিয়েছে, কয়েকদিন আগে মথুরা চা-বাগানে প্রথমবার চিতাবাঘটিকে দেখা গিয়েছিল ৷ তারপর থেকে অনেকেই সেটিকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখেন ৷ খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের বন আধিকারিকরা চা-বাগানে যান ৷ সেখানে বনকর্মীদের মোতায়েন করা হয় গ্রামবাসীদের নিরাপত্তার জন্য ৷ বিশেষত, পড়ুয়াদের স্কুলের রাস্তায় বনকর্মীদের নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয় ৷ সেই সঙ্গে একটি খাঁচাও পাতা হয় চিতাবাঘ ধরতে ৷

চিলাপাতার জঙ্গলে ছাড়া হল মথুরা চা-বাগানে খাঁচাবন্দি চিতাবাঘকে ৷ (ইটিভি ভারত)

আজ সকালে মথুরা চা-বাগানের এক নম্বর সেকশনে বনকর্মীদের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি ৷ খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান এবং খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করেন ৷ চিতাবাঘটির মুখে রক্তের দাগ দেখতে পান বনকর্মীরা ৷ তাই সেটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ৷ তবে, স্বাস্থ্য পরীক্ষায় চিতাবাঘটিকে চিকিৎসকরা সম্পূর্ণ সুস্থ ঘোষণা করায়, সেটিকে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷

জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বানাধিকারিক প্রবীণ কাসোয়ান জানান, "আজ সকালে মথুরা চা-বাগানে প্রায় 12 বছর বয়সি একটি পুরুষ চিতাবাঘ ধরা পড়ে । চিতাবাঘটিকে জলদাপাড়ার ভেটেরিনারি আধিকারিকরা পরীক্ষা করেন ৷ প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকায় র‍্যাপিড রেসপন্স টিম এবং চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা গভীর জঙ্গলে চিতাবাঘটি ছেড়ে দেয় ৷"

চিলাপাতার জঙ্গলে ছাড়া হল মথুরা চা-বাগানে খাঁচাবন্দি চিতাবাঘকে ৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে চা-বাগান এলাকায় বেশ কয়েকবার জঙ্গল থেকে লোকালয়ে চিতাবাঘ বেরিয়ে আসার ঘটনা ঘটেছে ৷ মূলত, শিকারের খোঁজেই চিতাবাঘ মাঝেমধ্যে লোকালয়ে প্রবেশ করছে বলে মনে করছে বন বিভাগ ৷

Last Updated : Nov 22, 2024, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details