পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুক্রে ফের বঙ্গে মোদি, শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণে তৎপর লালবাজার - Kolkata Traffic Update - KOLKATA TRAFFIC UPDATE

Traffic Update: আগামী 3 মে এই রাজ্যে তিনটি জনসভা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর সফরের সময় শহরে যাতে ট্রাফিকে কোনও সমস্যা না-হয়, তার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

Traffic Update
ভোট প্রচারে শহরে আসছেন মোদি, কলকাতার একাধিক রুটে যান নিয়ন্ত্রণে তৎপর লালবাজার

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 8:48 PM IST

কলকাতা, 1 মে: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন চলছে ৷ ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার ভোট পর্ব মিটেছে ৷ তৃতীয় পর্বের ভোট রয়েছে 7 মে ৷ তার আগে শুক্রবার অর্থাৎ, 3 মে তিনটি জনসভা করতে ফের রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান এবং বোলপুরে জনসভা করার কথা রয়েছে তাঁর। তবে প্রধানমন্ত্রীর সফরকালে যাতে শহর কলকাতার ট্রাফিকে কোনও সমস্যা না হয়, সেজন্য আগেভাগেই তৎপর লালবাজার ট্রাফিক কন্ট্রোল বিভাগ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী 2 মে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 40 মিনিট থেকে রাত 11টা পর্যন্ত এবং তার পরদিন অর্থাৎ শুক্রবার সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত শহরে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকেই যান নিয়ন্ত্রণ হবে উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ ও রাজভবনের দক্ষিণ গেটে।

বৃহস্পতিবার, শুক্রবারের জন্য লালবাজারের ট্রাফিক কন্ট্রোলের পরামর্শ, উল্লিখিত রুটগুলির পরিবর্তে যারা বাইপাস হয় আসবেন তারা রাজভবনের দক্ষিণ গেটের পরিবর্তে সোজা ব্রেবোর্ন রোড বা বিবাদি বাগের টেলিফোন ভবনের রাস্তা ধরে যাতায়াত করতে পারেন। এছাড়াও, দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার রাজভবন দক্ষিণ গেট-সহ আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, খিদিরপুর রোড এবং 11 ফারলং গেটে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে লালবাজারের ট্রাফিক কন্ট্রোল বিভাগ।

আরও পড়ুন:

  1. ট্রাফিক আইন মানা হচ্ছে কি না নজরদারি চালাতে রাজ্যে এল অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারসেপ্টার ভেহিকেল
  2. মদ্যপ চালকদের 'নরকের' টিকিট দিতে গদা উঁচিয়ে আসছেন যমরাজ ! সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ

ABOUT THE AUTHOR

...view details