পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা রুখতে একাধিক পদক্ষেপ লালবাজারের - Lok Sabha Election Results 2024

Lalbazar Advisory to prevent post-poll violence: ভোট পরবর্তী হিংসা রুখতে একাধিক পদক্ষেপ করল কলকাতা পুলিশ ৷ বিভিন্ন থানায় বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷

ETV BHARAT
হিংসা রুখতে একাধিক পদক্ষেপ লালবাজারের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 1:40 PM IST

Updated : Jun 4, 2024, 2:02 PM IST

কলকাতা, 4 জুন: ভোটের ফলপ্রকাশের পর ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর কলকাতা পুলিশ ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার ফল ঘোষণা চলাকালীনই বিভিন্ন থানায় বিশেষ নির্দেশিকা পাঠালেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷

ভোট পরবর্তী হিংসা রুখতে একাধিক পদক্ষেপ লালবাজারের (নিজস্ব ভিডিয়ো)

নির্বাচনের ফলপ্রকাশের পর শহর কলকাতা যাতে শান্ত থাকে, কোনওভাবেই যাতে অশান্তি ছড়িয়ে না-পড়ে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল শহরের প্রত্যেকটি থানার ইন-চার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের একটি নির্দেশ দিয়েছেন । সংশ্লিষ্ট নির্দেশে বলা হয়েছে, ভোটের পরবর্তী সময়ে এলাকায় সতর্কতা অবলম্বন করতে হবে । এ ক্ষেত্রে কলকাতা পুলিশের ব্যাটেলিয়ানকে কাজে লাগানোর কথা বলা হয়েছে । পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ রাখার কথাও বলা হয়েছে ।

নির্দেশিকায় বলা হয়েছে যে, কোথাও কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছতে হবে অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জকে । থানায় থাকতে হবে অ্যান্টি রাউডি স্কোয়াডের অফিসারদের । গন্ডগোলের পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে সেখানে রাস্তায় নামাতে হবে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের বাহিনীকেও । এছাড়াও প্রত্যেকটি থানায় ভোটের পরের কয়েকদিনও অতিরিক্ত পুলিশ বাহিনী রাখতে হবে বলে নির্দেশ এসেছে । থানার বাইরের জন্য রাখা হবে হেভি রেডিয়ো ফ্ল্যাইংয়ের বাহিনীকে । কোথাও কোনও গন্ডগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটলে এই বাহিনী তা সামাল দিতে সিদ্ধহস্ত ।

থানায় থানায় রাখা হচ্ছে অতিরিক্ত বাহিনী । পাশাপাশি প্রচুর পরিমাণে মহিলা পুলিশকেও কাজে লাগানো হচ্ছে ৷ যেখানে যেখানে প্রয়োজন সেখানে থানার অফিসার ইনচার্জরা মহিলা পুলিশদের যাতে যথাযথভাবে ব্যবহার করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে লালবাজারের তরফে ৷

Last Updated : Jun 4, 2024, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details