কলকাতা, 12 সেপ্টেম্বর: সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে পোস্ট করে বিতর্কে কলকাতা পুলিশের এক আধিকারিক ৷ ওই আধিকারিকের নাম তীর্থঙ্কর দে ৷ তিনি পাটুলি থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে কর্মরত ৷ পোস্টটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় লালবাজার ৷ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ৷ সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিককে ৷
পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে বুধবার মাঝরাতে সোশাল মিডিয়ায় ওই পোস্টটি করেন ৷ সেখানে তিনি লেখেন, "একটা কথা বলি কমরেড । তোরা যতই আন্দোলন কর । শূন্য ছিলিস শূন্যই থাকবি ৷" সঙ্গে সঙ্গে ওই পোস্ট ভাইরাল হয়ে যায় ৷ সমালোচনার ঝড় ওঠে ৷ একজন পুলিশ আধিকারিক কীভাবে এই পোস্ট করেন, সেই প্রশ্নই উঠতে শুরু করে ৷
বিষয়টি নজরে পড়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের৷ লালবাজারেও ফোন করে বেশ কয়েকজন অভিযোগ জানান বলে জানা গিয়েছে ৷ তার পরই নড়েচড়ে বসেন লালবাজারের শীর্ষকর্তারা ৷ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ তীর্থঙ্কর দে-কে পাটুলি থানার ওসির পদ থেকে সরিয়েও দেওয়া হতে পারে ৷
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সর্বস্তরে সমালোচিত কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে এসেছেন ৷ সেই পরিস্থিতিতে পাটুলি থানার ওসি-র এই মন্তব্য বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ৷
ফেসবুকে সিপিএমকে আক্রমণ পাটুলি থানার ওসির (নিজস্ব চিত্র) সোশাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো আচরণ করেছেন তীর্থঙ্কর দে ৷ যদিও পুলিশের এই আধিকারিকই প্রথম নন, এর আগে অনেককে প্রকাশ্যে শাসক দলের মঞ্চে উর্দি পরে দেখা গিয়েছে ৷ এমনকী শাসক দলের শীর্ষসারির নেতা পা ছুঁয়ে প্রণামও করতে দেখা গিয়েছে উর্দি পরা অবস্থায় ৷
তার পরও সেই সব আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই এক্ষেত্রে বিভাগীয় তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত কী পদক্ষেপ ওই আধিকারিকের বিরুদ্ধে কলকাতা পুলিশ নেয়, সেটাই দেখার ! এই বিষয়ে লালবাজারের কোনও আধিকারিক কোনোরকমের মন্তব্য করতে চাননি ।
তবে কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক নাম না-প্রকাশ করার শর্তে বলেন, ‘‘পুলিশের থেকে এই ধরনের বিষয় একেবারেই কাম্য নয় । তিনি কেন পোস্টটি করলেন, সেটি আগে জানা প্রয়োজন । তদন্তে সত্য উঠে আসবে । তারপরেই তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে ।’’