কলকাতা, 1 ফেব্রুয়ারি: প্রতারণার অভিযোগে কলকাতার যুবককে গ্রেফতার করল লাদাখ পুলিশ ৷ লালবাজার সূত্রের খবর, মাসখানেক আগে সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন লাদাখের কার্গিলের এক তরুণী ৷ এরপরেই ওই তরুণীর রহস্যজনকভাবে মৃত্যু হয় ৷ সেই ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে কলকাতা পুলিশের সাহায্যে কলকাতার খিদিরপুর থেকে এক যুবককে গ্রেফতার করল কার্গিল পুলিশ ৷
ধৃতের নাম ফারুক খান ৷ সে মোমিনপুরের বাসিন্দা ৷ যদিও এই ঘটনায় কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি ৷ নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, "লাদাখ পুলিশ আমাদের জানিয়েছিল ৷ আমরা তাদের সাহায্য করেছি মাত্র ৷ এটা সম্পূর্ণ বাইরের একটি ঘটনা ৷" জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে একাধিকবার টাকার লেনদেন হয়েছিল লাদাখের তরুণীর ৷ ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হল, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ৷
জানুয়ারির প্রথম সপ্তাহে কার্গিলের জান্সকার এলাকায় একটি নদী থেকে ওই তরুণীর (18) দেহ উদ্ধার হয় ৷ ওই তরুণী গত 26 নভেম্বর উফতি গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ৷ 29 নভেম্বর তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি নিখোঁজ মামলা দায়ের করে ৷ পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুমের কাছে লুংনাক নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় প্রথমে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ ৷