কলকাতা, 31 ডিসেম্বর: কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু ওরফে চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ । এদিন দুপুরে ব্যারাকপুরে ছেলের বাড়িতে রবীন্দ্র ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাক্ষাৎ হয় । প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দু'জনের মধ্যে কথা হয় । সেই সাক্ষাতেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন ।
এদিন কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্র ঘোষ বলেন, বাংলাদেশে কোনও নির্বাচিত সরকার নেই । আর কোনও পর্যবেক্ষক সরকারের সংবিধান বদলের এক্তিয়ার নেই । রবীন্দ্র ঘোষ আরও জানান, ইতিমধ্যেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের পরিস্থিতির কথা জানিয়ে একটি চিঠি লিখেছেন । চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন । একইভাবে তিনি পশ্চিমবঙ্গ সরকারকেও আরও ভালোভাবে বিষয়টি বলার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সে দেশের সংখ্যালঘুদের অবস্থার কথা জানাতে চান ৷ সে জন্যই তিনি কুণাল ঘোষের সাহায্য চেয়েছেন বলে জানান রবীন্দ্র ঘোষ ।