কলকাতা, 27 ফেব্রুয়ারি: এখনও মেলেনি চাকরি ৷ সমস্যার সমাধান না হওয়ায় হতাশ হয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ তাঁদেরকে রাজ্য সরকারের উপর আস্থা রাখতে বললেন কুণাল ঘোষ ৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে চাকরিপ্রার্থীদের নেতিবাচক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়ে তৃণমূলের মুখপাত্র বলেন," সরকার আপনাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে । শিক্ষামন্ত্রীকে আপনাদের সমস্ত বক্তব্য আমি জানিয়েছি । মুখ্যমন্ত্রী ও বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছেন । বিশেষ করে এসএলএসটি নবম দশম শিক্ষক নিয়োগের বিষয়টা সরকারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে । আইনি জটিলতা থাকার কারণে দেরি হচ্ছে । সরকার চেষ্টা করছে ৷ সরকারের উপর আস্থা রাখুন ।"
দীর্ঘদিন ধরে গান্ধি ও মাতঙ্গিনী মূর্তির তলায় বসে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা । এমনকী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাথা ন্যাড়া করেও ফেলেন মহিলা চাকরিপ্রার্থীরা ৷ সেই প্রতিবাদে টনক নড়ে গিয়েছিল রাজ্য সরকারের । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ময়দানে নেমে চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন । তাঁর মধ্যস্থতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে চাকরিপ্রার্থীদের । কিন্তু সমস্যা মেটেনি ৷ পরিস্থিতি একইরকম রয়েছে । এই অবস্থায় হতাশ হয়ে পড়েছেন চাকরিপ্রার্থীরা । তাই তাঁরা পুনরায় এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন । সরকার যদি দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান না করে তাহলে অনেক বঞ্চিত চাকরিপ্রার্থীই আত্মহত্যার হুমকি দিয়েছেন ।