পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রথা মেনে তারাপীঠে কুমারী পুজো, দেখুন ভিডিয়ো - KALI PUJA 2024

সেজেগুজে সিংহাসনে বালিকা ৷ কালীপুজোর রাতে তারাপীঠে কুমারী পুজো ৷ হল আরতি ও হোমযজ্ঞ ৷ ইটিভি ভারতে দেখুন ভিডিয়ো ৷

Kumari Puja at Tarapith Mandir
তারাপীঠে কুমারী পুজো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 10:41 PM IST

তারাপীঠ, 31 অক্টোবর: রীতি মেনে তারাপীঠ মন্দিরে কালীপুজোর রাতে অনুষ্ঠিত হল কুমারী পুজো । যা দেখতে ভিড় জমালেন ভক্তরা । এক কুমারীকে নতুন বেনারসি, সোনার গয়না, শ্বেত ও লাল চন্দনে সাজিয়ে পুজো করলেন সাধক ৷ পাশাপাশি করা হল হোম যজ্ঞ । পুজো শেষে কুমারীর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা গেল ভক্তদের । তুললেন সেলফিও ৷

নারী মানেই প্রকৃতি ৷ পুরাকালে মুনিঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন ৷ দেবী পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে জানা যায়, সাধারণত 1 থেকে 16 বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পুজো করা হয়ে থাকে । পরমহংস শ্রীশ্রী রামকৃষ্ণ কুমারী পুজো প্রসঙ্গে বলেছিলেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ । প্রকৃতপক্ষে এই কুমারী পুজোর মাধ্যমে নারীজাতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে ।

দেখুন তারাপীঠে কুমারী পুজোর ভিডিয়ো (ইটিভি ভারত)

কুমারী পুজোর উদ্যোক্তা সাধক গোলক মহারাজ বলেন, "শ্যামাপুজো উপলক্ষে রীতি মেনে প্রতি বছর কুমারী পুজো হয়ে থাকে । এবার সেই নিয়ম অনুযায়ী কুমারী মাকে সাজিয়ে পুজো করা হল । এই পুজো মন্দির কমিটি থেকে আয়োজন করা হয়েছে । কুমারী পুজোর পর হবে নিশি যজ্ঞ । অমাবস্যা শুরু হতেই ভক্তরা জয় ধ্বনি দিয়ে মাকে পুজো দিচ্ছে ।"

কালীপুজোর রাতে তারাপীঠে কুমারী পুজো (ইটিভি ভারত)

কালীপুজোর রাতে আলো ঝলমলে তারাপীঠ মন্দির চত্বর ৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড়ে উপচে পড়ছে মন্দির ৷ রাতভর চলবে পুজোপাঠ, আরতি ও ভোগ নিবেদন ৷ সময় বিশেষে কালীরূপে পূজিত হবেন মা তারা ৷

ABOUT THE AUTHOR

...view details