কলকাতা, 24 ডিসেম্বর: পরপর পশ্চিমী ঝঞ্চায় আটকে উত্তুরে হাওয়া। একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া অবাধে প্রবেশ করতে না-পারায় আগামী 3-4 দিন একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা।
কলকাতায় আপাতত তিন চার দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। আজ, মঙ্গলবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় আংশিক মেঘলা। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে।
বর্ষ শেষের আগে পারদ পতনের সম্ভাবনা কম। তবে 27 ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের পরে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে 'উষ্ণ' বড়দিনের ইঙ্গিত। যা 25 ডিসেম্বরে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় থাকা মানষের কাছে মোটেই আনন্দের নয়।