পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতের রাজপথের দখল নেবেন মহিলারা, নিশ্ছিদ্র নিরাপত্তা মহানগরীতে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Kolkata Police to beef up security: আরজি-কর কাণ্ডে আজ রাতের রাজপথের দখল নেবেন মহিলারা ৷ সেই কর্মসূচিকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহানগরীকে ৷

ETV BHARAT
নিরাপত্তার চাদরে মহানগরী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 6:58 PM IST

কলকাতা, 14 অগস্ট:স্বাধীনতা দিবসের ভোরের আলো ফোটার আগে রাতের শহরে রাজপথের দখল নেবেন মহিলারা । আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে গর্জে উঠবে আট থেকে আশি ৷ এই ঘটনায় কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে, তার জন্য তৎপর লালবাজার ।

আজ গভীর রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ, সব দিকেই মহিলারা জমায়েত করবেন । এই বিষয়ে লালবাজার সূত্রের খবর, আগামিকাল স্বাধীনতা দিবস । শহরজুড়ে হাই অ্যালার্ট । আর তার মধ্যে মহিলাদের এই জমায়েত । আর তাকে কেন্দ্র করে কোনও খারাপ ঘটনা যাতে না-ঘটে তার জন্য আজ রাত থেকেই পথে থাকবেন কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী-সহ একাধিক পুলিশ ।

জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই জমায়েতের জন্য আজ রাত থেকেই কলকাতা পুলিশের প্রায় আড়াই হাজার বাহিনী মোতায়েন থাকছে শহরের বিভিন্ন রাস্তায় ৷ লালবাজারের তরফ থেকে বলা হয়েছে যে, প্রত্যেক থানার বাইরে থাকছে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড । কোনও প্রকারের ঝামেলা হলে ঘটনাস্থলে গিয়ে তারা যাতে পরিস্থিতি সামলাতে পারেন ।

পাশাপাশি মহিলাদের জমায়েত যেখানে হবে, সেখানেও থাকছেন প্রচুর মহিলা পুলিশ । থাকছেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । থাকছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন । কলকাতা পুলিশের আওতাধীন সব থানার ওসি ও অতিরিক্ত ওসিদের ঘটনাস্থলে থাকতে হবে বলে জানা গিয়েছে । থাকছেন একাধিক কনস্টেবল ।

এছাড়াও প্রত্যেক থানার অফিসার ইনচার্জরা গাড়ি নিয়ে নিজ নিজ এলাকায় টহল দেবেন । লালবাজার সূত্রের খবর, আগামিকাল যেহেতু স্বাধীনতা দিবস, তার ফলে প্রায় তিনটি শিফটে কাজ করবেন পুলিশকর্মীরা । প্রত্যেক ডিভিশনে থাকছে কুইক রেসপন্স টিম । এছাড়ও থাকছে স্পেশাল অ্যাকশন ফোর্স ৷ রাখা হচ্ছে র‍্যাফ । লালবাজারে রাখা হচ্ছে বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে । সঙ্গে থাকবেন অতিরিক্ত মহিলা পুলিশ কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details