কলকাতা, 23 নভেম্বর:সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় সমস্তিপুরের ফুলবাবুকে গ্রেফতারের পর বিহারের আরও কয়েকজন গ্যাংস্টারের নাম পেয়েছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই এই নিয়ে বিহার পুলিশের সঙ্গে কথা বলেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । তাঁদের অনুমান, এই ঘটনায় বিহারের আরও কয়েকজন গ্যাংস্টার যুক্ত আছে । তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে লালবাজার ।
তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় শুক্রবার বিহারের সমস্তিপুর এলাকা থেকে মহম্মদ ফুলবাবু নামে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রুপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "আমাদের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে বিহারের সমস্তিপুরে গিয়ে মহম্মদ ফুলবাবু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে । তাকে বিহারের একটি আদালতে পেশ করা হয়েছে । ট্রানজিট রিমান্ডে পেয়েছি । তাকে কলকাতায় আনা হচ্ছে ।" ফুলবাবুকে নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল লালবাজার ।