কলকাতা, 27 জুলাই: কলকাতা পুলিশের ফেসবুকের মেসেঞ্জারে আত্মহত্যা সংক্রান্ত পোস্ট। খবর পেয়ে বছর একুশের যুবককে খুঁজে বের করল পুলিশ ৷ তাঁর বাড়ি বেহালার সরশুনায়। শুক্রবার সারারাত অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ওই যুবকের প্রাণরক্ষা করল কলকাতা পুলিশ।
শুক্রবার ঘড়ির কাঁটায় রাত তখন 11টা। কলকাতা পুলিশের ফেসবুক পেজের এক ফলোয়ার আচমকাই আধিকারিকদের একটি ভিডিয়ো পাঠান। সেখানে এক যুবককে বলতে শোনা যায়, তিনি নিজে জীবন রাখতে চান না। নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর আসার পর সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশের কন্ট্রোল রুম। কিন্তু কোনওভাবেই ওই যুবকের ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারছিলেন না পুলিশকর্মীরা। কারণ সংশ্লিষ্ট প্রোফাইলটি লক করা ছিল।
পরে ওই যুবকের ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের কন্ট্রোল রুম । যদি ওই যুবকের নাম, ঠিকানা এবং ফোন নম্বর পাওয়া যায় তাই এমন উদ্যোগ। তবে তাতেও কোনও কাজ না-হওয়ায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে লোকেশন জেনে নেয় পুলিশ। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে এগারোটা। বেহালার পর্ণশ্রী থানায় এলাকায় এই পুরো বিষয়টি জানানো হয় ৷ এরপর পর্ণশ্রী থানার ওসি খবর দেন সরশুনা থানায় ৷ বেহালা, পর্ণশ্রী ও সরশুনা থানার যৌথ উদ্যোগে পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান ওই যুবকের বাড়িতে।
- যুবককে উদ্ধার: দরজা ধাক্কা দিতেই পরিবারের সদস্যরা সতর্ক হয়ে যান। এরপর ওই যুবককের ঘরে পৌঁছন পুলিশকর্মীরা। অন্যদিকে, পুলিশকর্মীদের তৎপরতা দেখে অবাক হন পরিবারের সদস্যরা। পরে জানা যায়, তাঁরা টেরই পাননি যে, বাড়ির ছেলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ সেই ঘর থেকে ওই যুবক উদ্ধার করে ৷ তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবক একটি বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত এবং অবসাদগ্রস্ত। ফলে সেখান থেকে বাঁচতে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ পরে তাঁকে পুলিশকর্মীরা বোঝান। ওই যুবক পরে জানান, তিনি আর এমন সিদ্ধান্ত নেবেন না ৷ এবিষয়ে কলকাতা পুলিশের আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বিষয়টি খুব গম্ভীর। ফলে ওই যুবকের নাম আমরা প্রকাশ করছি না ৷ তাঁর সন্তানকে রক্ষা করায় কলকাতা পুলিশকে কুর্নিশ জানিয়েছেন যুবকের মা ৷
(বিঃ দ্র)-
আত্মহত্যা কোনও সমাধান নয় ৷ যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।