পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংসদের পর তরুণ-আরও এক বাংলাদেশির রহস্য-মৃত্যু কলকাতায় - Bangladeshi Youth Body Recovery - BANGLADESHI YOUTH BODY RECOVERY

Body Recovered From Kolkata: একটি জলাশয় থেকে মিলল এক যুবকের দেহ ৷ তিনি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তিনি নিউ মার্কেট এলাকার একটি হোটেলে উঠেছিলেন ৷

Bangladesh Citizen Body
জলাশয় থেকে উদ্ধার বাংলাদেশি যুবকের দেহ (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 10:31 PM IST

Updated : Jul 10, 2024, 10:53 PM IST

কলকাতা, 10 জুলাই:মহানগরের একটি জলাশয় থেকে উদ্ধার হল এক বাংলাদেশি যুবকের দেহ ৷ বুধবার সন্ধ্যায় প্রগতি ময়দান থানা এলাকার মেট্রো স্টেশনের কাছে একটি জলাশয় থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ তিনি নিউ মার্কেট থানার অন্তর্গত একটি হোটেলে উঠেছিলেন ৷

জানা গিয়েছে, মৃতের নাম দাউদ হোসেন উপল (23) ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের বাসিন্দা ৷ তিনি কলকাতায় এসেছিলেন ৷ কেন তিনি কলকাতায় এসেছিলেন, তা জানা যায়নি ৷

দাউদ নিউ মার্কেট থানার অন্তর্গত একটি হোটেলে উঠেছিলেন ৷ কিন্তু মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে তিনি কী করে সায়েন্স সিটি এলাকায় পৌঁছলেন, তা এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি ৷ ইতিমধ্যে নিউমার্কেট থানার সঙ্গে যোগাযোগ করেছে প্রগতি ময়দান থানার পুলিশ ৷ ওই যুবক তাঁর এক বন্ধুর সঙ্গে হোটেলে উঠেছিলেন ৷ তবে সেই বন্ধুর সম্পর্কেও হোটেল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি ৷

যুবকের দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ তবে দেহটি প্রাথমিকভাবে দেখে তদন্তকারীদের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ যুবকের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হবেন তদন্তকারীরা। ইতিমধ্যে প্রগতি ময়দান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, "যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করছি ৷ পাশাপাশি হোটেলের সিসিটিভি ক্যামেরাও আমরা বাজেয়াপ্ত করেছি ৷" তিনি আরও জানান, ওই যুবক বাংলাদেশের কোথায় থাকেন, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

এর আগে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম কলকাতায় চিকিৎসা করাতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৷ পরে জানা যায়, তাঁকে খুন করে দেহের হাড়, মাংস আলাদা করে টুকরো টুকরো করেছে দুষ্কৃতীরা ৷ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় এক বাংলাদেশি যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ৷

Last Updated : Jul 10, 2024, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details