কলকাতা, 18 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগে থেকেই বিহারের অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । এবার এই ঘটনায় মূল অভিযুক্ত ধৃত গুলজারকে জেরা করে বিহারের গ্যাংস্টার পাপ্পুর যোগ পেলেন তদন্তকারীরা । গুলজারের মুখ থেকে বিহারের কুখ্যাত গ্যাংস্টারের নাম শোনার পর কলকাতা পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় বিহার পুলিশের এসটিএফয়ের সঙ্গে ।ইতিমধ্যেই পাপ্পুর সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে কলকাতা পুলিশ ।
জানা গিয়েছে, এর আগে গুলজার একাধিকবার বিহারে গিয়ে গ্যাংস্টার পাপ্পুর দলবলের সঙ্গে দেখা করে । তাদের কাছ থেকেই সুপারি কিলার ভাড়া করার জন্য মোটা অংকের টাকা পাপ্পু গ্যাংস্টারকে দিয়েছিল গুলজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন যে, ধৃত গুলজার এর আগেও বিহারে একাধিক অপরাধের ঘটনায় যুক্ত থেকেছে । এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তাহলে কি পাপ্পু গ্যাংস্টারের হাত ধরেই বিহার ও ঝাড়খণ্ড সীমানা টপকে এই রাজ্যে ঢুকত বেআইনি আগ্নেয়াস্ত্র ?