কলকাতা, 14 নভেম্বর: মুম্বইয়ে এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী । তিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই ৷ তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের চারু মার্কেট থানার পুলিশ । গতকাল তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয় । সঞ্জয়কে আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ।
অভিযোগ, সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) আইনে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ । জানা গিয়েছে, সঞ্জয় চক্রবর্তী হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর ভাই । তবে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের এক পদস্থ আধিকারিক বলেন, "আমরা মুম্বই পুলিশের সাহায্যে তাঁকে গ্রেফতার করেছি ।" জানা গিয়েছে, কিছুদিন আগেই ওই নাবালিকার পরিবার উত্তর 24 পরগনার বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । লালবাজার সূত্রের খবর, সেটি জিরো এফআইআর । পরে ব্যারাকপুর সিটি পুলিশের তরফে সেই এফআইআর কলকাতা পুলিশে পাঠানো হয় । জিরো এফআইআরয়ের ভিত্তিতেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দেয় চারু মার্কেট থানার পুলিশ । পরে মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, যে কোনও ব্যক্তি কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে এলাকার যে কোনও থানাতেই অভিযোগ করতে পারেন । এই পদ্ধতিকে পুলিশি ভাষায় বলা হয় জিরো এফআইআর ।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন । পাশাপাশি এই ঘটনায় অভিযোগকারী পরিবারের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন তদন্তকারীরা । এছাড়াও এই ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করা হবে । এছাড়াও যেখানে এই ঘটনাটি ঘটেছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে । সেইগুলিও খতিয়ে দেখা হবে ।