কলকাতা, 29 অক্টোবর: বৃহস্পতিবার কালীপুজোর রাতে বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল ৷ বিশেষ এই মেট্রোগুলি সাধারণ সময়ের শেষ মেট্রোর পরে চালানো হবে ৷ অর্থাৎ, রাত 9টা 40 মিনিটের পর এই মেট্রোগুলি চালানো হবে ৷ মোট আটটি মেট্রো চালানো হবে ৷ মূলত, কালীঘাটের সতিপীঠ এবং দক্ষিণশ্বরের কালী মন্দির এই দিনে অগণিত ভক্তের সমাগম হয় ৷ মূলত, তাঁদের কথা মাথায় রেখেই রাতের বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷
কলকাতা মেট্রোর ব্লু-লাইনে এই বিশেষ মেট্রোগুলি চালানো হবে ৷ আপ ও ডাউন লাইনে চার জোড়া বিশেষ মেট্রো চালানো হবে ৷ প্রতিটি মেট্রো চলবে 20 মিনিট অন্তর ৷ রাত 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই বিশেষ মেট্রো চলবে ৷
আগামী 31 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে 292টির বদলে 198টি মেট্রো চলবে ৷ 99টি আপ ও 99টি ডাউন লাইনে চলবে ৷
বিশেষ মেট্রো শেষ যখন পাওয়া যাবে:
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10 টার সময় ৷
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দ্বিতীয় বিশেষ মেট্রো ছাড়বে রাত 10 টা 20 মিনিটে ৷
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের তৃতীয় বিশেষ মেট্রো যাবে রাত 10 টা 40 মিনিটে ৷
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রোটি ছাড়বে রাত 11 টার সময় ৷
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম বিশেষ মেট্রো ছাড়বে রাত 9:48 মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দ্বিতীয় বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:08 মিনিটে ৷