পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কমছে মেট্রো, সময়সূচিতেও পরিবর্তন - KOLKATA METRO SERVICES

এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে ৷ ফলে কমছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কমছে মেট্রোর সংখ্যা ৷ বদল আনা হয়েছে সময়সূচিতেও ৷

KOLKATA METRO SERVICES
মেট্রোর সময়সূচিতে পরিবর্তন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2024, 7:49 AM IST

কলকাতা, 13 ডিসেম্বর: কলকাতা মেট্রোর গ্রিন লাইন 2 অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কমতে চলেছে মেট্রো পরিষেবা ৷ এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যে মেট্রো কাজের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 14 ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে এই নিয়ম কার্যকর হবে ৷ তবে সোম থেকে শনি মেট্রোর সংখ্যা কমলেও রবিবার আগের মতো থাকবে পরিষেবা ৷

এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে ৷ এই অংশের নির্মাণকারী সংস্থা হল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল )। সম্প্রতি ওই অংশের মেট্রো পরিষেবায় বেশ কিছু রদবদল করা হয়েছিল ৷ বৃহস্পতিবার আবারও মেট্রোর তরফে জানানো হয়েছে, মেট্রোর কাজের জন্যেই আগামী শনিবার থেকে আবারও রদবদল হবে মেট্রোর সূচি ৷ আগে সোমবার থেকে শনিবারের মধ্যে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে 150টি মেট্রো চলাচল করত ৷ কিন্তু এবার সেই পরিষেবা সংখ্যা কমিয়ে 114টি করা হচ্ছে ৷

গ্রিন লাইন 2-এর ইস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে কোন পরিবর্তন করা হয়নি। তবে দিনের ব্যস্ত সময় অর্থাৎ সকাল 9 থেকে 11টা আবার বিকেল 5টা থেকে 8টার মধ্যে প্রতি 20 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা ৷ ইস্ট বাউন্ড টানেলে দিনের বাকি সময়ে প্রতি 24 মিনিট অন্তর চলবে মেট্রো।

অন্যদিকে ওয়েস্ট বাউন্ড ট্যানেলে সকাল 9টা থেকে 11টা ও বিকেল 5টা থেকে 8টার মধ্যে প্রতি 20 মিনিট অন্তর চলবে মেট্রো। আর বাকি সময় মেট্রোর কাজের জন্য ওয়েস্ট বাউন্ড টানেলে বন্ধ থাকবে পরিষেবা।

প্রথম পরিষেবা:

ইস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে।

ইস্ট বাউন্ড টানেলে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7:12 মিনিটে।

ওয়েস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9:08 মিনিটে।

ওয়েস্ট বাউন্ড টানেলে মহাকরণ থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো পাওয়া যাবে সকাল 9:20 মিনিটে।

শেষ পরিষেবা:

ইস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার রাতের শেষ মেট্রো পাওয়া যাবে 9:46 মিনিটে।

ইস্ট বাউন্ড লাইনে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:58 মিনিটে।

ওয়েস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 7:58 মিনিটে।

ওয়েস্ট বাউন্ড লাইনে মহাকরণ থেকে হাওড়া ময়দানপর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 8:08 মিনিটে।

ABOUT THE AUTHOR

...view details