পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যস্ত সময়ে বাড়তি 14টি মেট্রো, কিছুটা স্বস্তি নিত্যযাত্রীদের - KOLKATA METRO RAIL

ব্যস্ত সময়ের বাড়তি যাত্রীচাপ সামলাতে পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের । আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা ।

KOLKATA METRO RAIL
14টি অতিরিক্ত মেট্রো (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 8:47 AM IST

কলকাতা, 12 জানুয়ারি: দিনের ব্যস্ত সময়ে ঠিক মতো মেট্রো পাওয়া যায় না ৷ সংখ্য়া কম হওয়ায় সময় বাঁচাতে ভিড়ের মধ্য়ে ঠাসাঠাসি করে মেট্রোতে যাতায়াত করতে হয় যাত্রীদের ৷ অনেক সময় ভিড় এড়াতে ছেড়ে দিতে হয় একের পর এক মেট্রো ৷ ফলে অফিস, স্কুল ও কলেজে পৌঁছতে দেরি হয়ে যায় ৷ নিত্যযাত্রীদের এই অভিযোগ দীর্ঘদিনের ৷ এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল ৷ সকাল ও সন্ধ্যায় অতিরিক্ত 7 জোড়া অর্থাৎ 14টি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ সোমবার অর্থাৎ 13 জানুয়ারি থেকে ব্লু লাইনে (নোয়াপাড়া-কবি সুভাষ পর্যন্ত) চলবে অতিরিক্ত এই মেট্রো পরিষেবা ৷

সম্প্রতি ব্লু লাইনে মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । মেট্রোর তরফে যুক্তি, এই ব্যবস্থায় যাত্রীদের সাহায্য হবে । কিন্তু, সংখ্য়া কমে যাওয়ায় দিনের ব্যস্ত সময়ে ভিড় বাড়তে থাকে প্রতিটি মেট্রোতে । চূড়ান্ত সমস্যায় যাতায়াত করতে হয় যাত্রীদের । এই নিয়ে যেমন উষ্মা প্রকাশ করেন নিত্যযাত্রীরা, তেমনই সংবাদ মাধ্যমগুলিতেও শুরু হয় জোর চর্চা । পরিস্থিতি সামাল দিতে মেট্রোর সংখ্য়া বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷

কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে নোয়াপাড়া-কবি সুভাষ লাইনে যাতায়াত করবে আরও বাড়তি 14টি (7টি আপ ও 7টি ডাউন) পরিষেবা । তবে এই ব্যবস্থাও পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । সোমবার থেকে শনিবার পর্যন্ত বর্ধিত পরিষেবা চালানো হবে । সকাল ও রাতে 9টা থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্য়ায় 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই পরিষেবা । এই ব্যবস্থার ফলে দমদম থেকে কবি সুভাষের মধ্যে 6 মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো ।

মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রথম পরিষেবা:

  • সকাল 6টা 50 মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পৌঁছবে । সময়সূচী অপরিবর্তিত থাকছে।
  • সকাল 6টা 55 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ থেকে পৌঁছবে । সময়সূচী অপরিবর্তিত থাকছে।
  • সকাল 6টা 55 মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত দক্ষিণেশ্বর পৌঁছবে । সময়সূচী অপরিবর্তিত থাকছে।
  • সকাল 6টা 55 মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দখিনস্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দক্ষিণেশ্বর পৌঁছবে। সময়সূচী অপরিবর্তিত থাকছে।
  • সকাল 6টা 55 মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পৌঁছবে । সময়সূচী পরিবর্তন হয়নি।

শেষ পরিষেবা:

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য রাত 9টা 30 মিনিটে মেট্রো পাওয়া যাবে । সময়সূচি অপরিবর্তিত থাকছে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9টা 33 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে।
  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40মিনিটে । সময়সূচী অপরিবর্তিত থাকছে।
  • সেই সঙ্গে, ব্লু লাইনে কবি সুভাষ ও দমদমের মধ্যে রাতের বিশেষ ট্রেন পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে ৷ অন্যান্য দিনের মতোই এই ট্রেনটি রাত 10টা 40মিনিটে পাওয়া যাবে ।
পড়ুন:মেট্রোর সংখ্যা কম, নাকাল হচ্ছেন যাত্রীরা

ABOUT THE AUTHOR

...view details