কলকাতা, 14 অগস্ট: অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৷ এবার অরেঞ্জ লাইনে ৷ এই লাইন চালু হওয়ার পর প্রথমবার আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যহত হল পরিষেবা ৷ বুধবার সকাল 9.32 মিনিট নাগাদ অরেঞ্জ লাইনের সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেন । যিনি আত্মহত্যা করার চেষ্টা করেন তবে তিনি মহিলা না-পুরুষ এখনও তা জন্য সম্ভব হয়নি। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যে উদ্ধার কাজের জন্য বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল ৷ তবে 10টা 20 নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ৷
চলতি বছরের 15 মার্চ থেকে এই লাইনে প্রথম পরিষেবা চালু হয়। তারপর প্রথমবার অরেঞ্জ লাইনে আত্মহত্যা করার চেষ্টায় পরিষেবা ব্যহত হয় ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যাত্রী আত্মহত্যার করার চেষ্টা করেছিলেন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তবে এই কারণে প্রায় প্রায় 40 মিনিট পরিষেবা বন্ধ ছিল ৷