পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামিদিনে আর সংখ্যালঘু থাকব না, সংখ্যাগুরু হব, মন্তব্য ফিরহাদ হাকিমের - FIRHAD HAKIM

ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের সমালোচনা বিরোধীদের ৷ তৃণমূল নেতার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সরব বিজেপি ৷

FIRHAD HAKIM
ফিরহাদ হাকিম ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 14 ডিসেম্বর: ফের একবার বিতর্কিত মন্তব্যের অভিযোগ কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ৷ ‘ফিরহাদ 30’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন, একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হবেন ৷ আর তাঁর এই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি ৷ উল্লেখ্য, এর আগে ওয়াকফ নিয়ে একটি সভায় ফিরহাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷

শনিবার ফিরহাদ ওই অনুষ্ঠানে বলেন, "পশ্চিমবঙ্গে আমরা 33 শতাংশ রয়েছি ৷ আর গোটা দেশে 17 শতাংশ ৷ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় ৷ কিন্তু, আগামিদিনে আমরা আর সংখ্যালঘু থাকব না ৷ আমরা সংখ্যাগুরু হব ৷ এখন আমাদের সঙ্গে অন্যায় হলে, রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি ৷ কিন্তু, এমন দিন আসবে যখন আমরা বিচার দেব ৷ আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে ৷"

ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের সামলোচনায় এক্স হ্যান্ডেলে পোস্ট সুকান্ত মজুমদারের ৷ (ছবি- সুকান্ত মজুমদারের এক্স হ্যান্ডেল ৷)

কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ফিরহাদ ৷ তিনি বলেন, "কলকাতা হাইকোর্টে সংখ্যালঘু দুই-তিনজন বিচারপতি রয়েছেন ৷ কিন্তু এটা হওয়া উচিত নয় ৷ আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি ৷ আগামিদিনে কলকাতা হাইকোর্টে আমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব ৷"

এ নিয়ে রাজ্যের শাসকদলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মুজমদার ৷ ফিরহাদের বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন তিনি ৷ বাংলায় বিদ্বেষের রাজনীতি করার অভিযোগ তুলেছেন সুকান্ত ৷

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "ববি হাকিমের কথা কতটা ভয়ংকর ও বিদ্বেষমূলক সেটা ভাবতে হবে ৷ আমরা জানতে চাই তৃণমূলের সকলে কি হুমায়ূন আর ববি ? দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হলে, তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে হবে ৷ জনসংখ্যার জোরে ক্ষমতা দখলের কথা ভাবছে ৷ এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করব ৷ উনি কি ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা ও মেয়র পদ থেকে সরাবেন, সেটা জানতে চাই ৷"

রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতা পুরনিগমের মেয়রের মতো পদে থেকে ফিরহাদ হাকিমের এমন বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভায় সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "রাজনীতি ও ধর্মের মিশেল করে আরএসএস ৷ আর তাদের সহকারী হল তৃণমূল কংগ্রেস ৷... আসলে চক্রান্তের অঙ্গ ৷ শুরু হয়েছে নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে ৷ নন্দীগ্রামের কারখানা গুজরাতে গিয়েছে ৷ নয়াচরে কেমিক্যাল হাব হয়নি ৷ মানুষ বেকার থেকেছে ৷... সাংবিধানিক পদ ও প্রশাসনিক পদের মর্যাদা নিয়ে কিছু যায় আসে না ওদের ৷"

কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী বলেন, "মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সংবিধানে হাত রেখে শপথগ্রহণ করেছেন ৷ ওঁর মুখে বারেবারে ধর্মীয় জিগির মানায় না ৷ এর তীব্র নিন্দা করছি ৷ উনি এর আগেও বলেছেন ৷ এইভাবে দু-একবার ভোট পেতে পারেন, চিরকাল নয় ৷ আর সেই জায়গা গ্রাস করবে বিজেপি ৷ আসলে দুই দলের ধর্মীয় মেরুকরণের খেলা ৷’’

ABOUT THE AUTHOR

...view details