কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাককালে রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচির মাঝেই তাণ্ডব চলল আরজি কর হাসপাতালে ৷ ভয়ঙ্কর অবস্থা ধরা পরল আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে। একদল দুষ্কৃতী আচমকা তাণ্ডব চালাল হাসপাতালে ৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ৷ যদিও এই হামলা কারা চালাল, তাদের পরিচয় এখনও অজানা।
আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব (ইটিভি ভারত) জানা গিয়েছে, মধ্যরাতে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি করে গেট ভেঙে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর হাসপাতালে ৷ প্রথমেই তারা ভাঙচুর চালায় চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন মঞ্চে। সেখান থেকে সোজা তারা ঢুকে যান ইমার্জেন্সি বিভাগে। জরুরি বিভাগে গিয়েও নির্বিচারে ভাঙচুর চালায় ওই দুষ্কৃতীরা ৷
কিন্তু এরা কারা, কেনই বা হঠাৎ ভাঙচুর চালানো হল আরজি মেডিক্যাল কলেজের ভিতরে ? সেই প্রশ্ন উঠলেও, তার উত্তর এখনও অধরা ৷ আন্দোলনকারীদের পালটা প্রশ্ন, ইমারজেন্সি বিভাগের ভিতরে ঢুকে কোনওভাবে তারা সেমিনার হলের সামনে গিয়ে কোনও প্রমাণ লোপাট করেনি তো ? কারণ প্রায় 50 জনেরও বেশি মানুষ ঢুকে গিয়েছিল এদিন রাতে ইমার্জেন্সি বিভাগের ভিতরে। এছাড়াও হাসপাতালের ভিতরে যে সমস্ত চেয়ার বা আন্দোলনকারীদের মঞ্চ ছিল তাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ৷ ঘটনার পর পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও ততক্ষণে গোটা ইমার্জেন্সি বিভাগ কার্যত তছনছ হয়ে গিয়েছে ৷
আরজি কর কাণ্ডে তদন্তের প্রথমদিনেই প্রায় একমাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই ৷ হাসপাতালের সেমিনার হলে প্রায় আড়াই ঘণ্টা তদন্ত প্রক্রিয়া চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ পাশাপাশি, ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার তদন্তের জন্য একটি সিট গঠন করা হয়েছে ৷