কলকাতা, 11 অক্টোবর: আরজি কর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। চিকিৎসক সোমা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনিকেতের জন্য একটি পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ! এই পরিস্থিতিতে আরও জোরালো আন্দোলনের ডাক দিল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। এই সংগঠনের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার শুক্রবার বিকেলে ধর্মতলার অনশনমঞ্চ সংলগ্ন এলাকায় সমাবেশের ডাক দিয়েছেন ৷ এই সমাবেশে তিনি পাশে চেয়েছেন শহরবাসীকেও ৷
দেবাশিস হালদার জানান, আরজি করের মতো ঘটনা যাতে আর কোথাও না ঘটে, তা নিশ্চিত করতেই জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন। অনশন চলাকালীন ডাঃ অনিকেত মাহাতোর স্বাস্থ্যের অবনতি আর তাঁর সিসিইউতে ভর্তি হওয়া প্রসঙ্গে দেবাশিস প্রশ্ন করেন, "আমরা জানতে চাই, আজ অনশনের 130 ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর আমাদের যে সহযোদ্ধাকে আইসিউতে ভর্তি হতে হল তার দায় কার ? আমাদের আর কতজন সহযোদ্ধাকে আইসিউ যেতে হবে যাতে এই অমানবিক সরকারের টনক নড়ে ?" এর সঙ্গে তিনি নাগরিকদের কাছে আবেদন করেন, "10 দফা দাবিতে আমাদের সহযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখেছেন। তাঁদের প্রতি সংহতি দেখিয়ে প্রত্যেক মানুষের আবেগকে এখানে এনে জড়ো করুন।"