কলকাতা, 12 অক্টোবর:ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে ! অনিকেত মাহাতো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলেও অনশনকারী চিকিৎসকদের সংখ্যাটা কমছে না ৷ অনশন আন্দোলনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক। শুক্রবার অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। সব মিলিয়ে এবার অনশনে থাকছেন 9 জন জুনিয়র চিকিৎসক। পরিচয় পণ্ডা শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক। অন্যদিকে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক আলোলিকা ঘোড়ুইও যোগ দিয়েছেন অনশনে ৷ পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন করছেন।
শুক্রবার রাতে ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দুই জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশন শুরু করছেন। তাঁদের একজন হলেন শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরিচয় পণ্ডা । অপরজনের নাম আলোলিকা ঘোড়ুই, তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি। এই দিন জুনিয়র চিকিৎসকরা একটা বিষয় স্পষ্ট করে দেন যে, যত দিন পর্যন্ত রাজ্য সরকার তাঁদের দাবি মেটাচ্ছেন, তত দিন এ ভাবেই জীবনকে বাজি রেখে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।