কলকাতা, 16 অক্টোবর: বর্ষা বিদায় নিলেও বুধবার সকাল থেকে সেভাবে সূর্যের দেখা নেই । ভোরের দিকে রানাঘাট-চাকদহে প্রবল বৃষ্টি হয়। দুই 24 পরগনা এবং কলকাতা ছিল মেঘে ঢাকা । কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাত ৷ ভরা বিকেলে ব্যতিব্যস্ত জনজীবন। ধর্মতলার অনশন মঞ্চে বৃষ্টি ভিজেই চলল প্রতিবাদ। সমস্যায় পড়তে হল অফিস যাত্রীদের। আচমকা বৃষ্টিতে শহরের কয়েকটি অংশে জলও জমেছে বলে খবর।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত রবিবার সারাদেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। এই অবস্থায় বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । সূর্য ডোবার পরে কিছুটা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে । যা পশ্চিম উত্তর অভিমুখী। বৃহস্পতিবার এই নিম্নচাপটি তামিলনাড়ু বা পন্ডিচেরীর কোনও জায়গায় অবস্থান করবে। তার জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর সরসারি প্রভাব রাজ্যে পড়ার সম্ভাবনা নেই । তবে এই সিস্টেমটি দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ-পূর্ব বাতাস দক্ষিণবঙ্গে বয়ে আসতে পারে । এর ফলে একটা ধোঁয়াটে আবহাওয়া দেখা যাচ্ছে । এখন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পরবর্তী সময় চলছে । বৃষ্টিরও সেটাই কারণ।
তাহলে কি জেলায় শীতের আমেজ কয়েকদিনের মধ্যে আমরা পেতে চলেছি ?
এই বিষয়ে সোমনাথ দত্ত জানিয়েছেন, ঠান্ডার অনুভূতি পেতে হলে বাতাস শুষ্ক হতে হবে। এখনও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি যথেষ্ট । তাই অপেক্ষা করতে হবে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাতের দিকে দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রাজ্যের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । তাপমাত্রা ধারাবাহিকভাবে কমার কোনও লক্ষণ এখনই নেই ৷