কলকাতা, 12 ফেব্রুয়ারি:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি গেলেআইনশৃঙ্খলার অবনতি হতে পারে ৷ এই জন্য বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে বলা হয়েছিল কলকাতা পুলিশের আওতাধীন এলাকাতেই যেন বিজেপি বিধায়ক-সহ শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয় । সেইমতো বাসন্তী হাইওয়েতেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বিধায়কদের বাস আটকে দিল কলকাতা পুলিশ ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বাসন্তী হাইওয়ের কাছে সায়েন্স সিটির কাছে আটকে রয়েছেন শুভেন্দু অধিকারীরা ৷ সেখানেই জমায়েত চলছে তাঁদের ৷ কলকাতা পুলিশের একাধিক প্রিজন ভ্যান সেখানে এনে রাখা হয়েছে ৷
কেরল থেকে ফিরে সোমবার সন্দেশখালিতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিকে আজই সন্দেশখালি যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ এছাড়াও বিজেপি বিধায়করা সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করলে তাদের গতকাল রবিবার থেকেই বাধা দিচ্ছে পুলিশ । সন্দেশখালিতে শুধুমাত্র যে ন্যাজাট থানার তরফ থেকে সেখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তেমনটা নয়, বরং ওই জায়গায় রয়েছে উত্তর 24 পরগনার বারাসত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এছাড়াও রয়েছেন বসিরহাট জেলা পুলিশের তদন্তকারীরা ।