পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি পার্কিংয়ে গাড়ির চাকায় কাঁটা এখন অতীত, জরিমানায় কলকাতা পুলিশের পদ্ধতি নিচ্ছে পুরনিগম - ILLEGAL CAR PARKING

কলকাতায় রাতের রাস্তায় বেআইনি পার্কিংয়ে গাড়ির চাকায় কাঁটা লাগানোর দিন শেষ হতে চলেছে ৷ এবার জরিমানার বার্তা চলে যাবে গাড়ির মালিকের ফোনে ৷

ETV BHARAT
বেআইনি পার্কিংয়ে জরিমানার বার্তা চলে যাবে গাড়ির মালিকের ফোনে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 6:37 PM IST

কলকাতা, 29 নভেম্বর:কলকাতায় সম্প্রতি ফের শুরু হয়েছে রাতের রাস্তায় বেআইনি গাড়ি পার্কিংয়ের জন্য জরিমানা । কলকাতার উত্তর থেকে দক্ষিণ, দুই প্রান্তেই চলছে অভিযান । গাড়ির চাকায় কাঁটা দেওয়া হচ্ছে । তবে এই কাঁটা লাগানো এবার অতীত হতে চলেছে । নয়া পদ্ধতি ব্যবহার করবে কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগ । রাতে শহরের রাস্তায় বেআইনি পার্কিংয়ে গাড়ি থাকলে মালিকের ফোনেই জরিমানার বার্তা চলে যাবে । যে পদ্ধতি অনুসরণ করে কলকাতা পুলিশ ৷ তবে এই নয়া পদ্ধতি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা করছে বলে খবর কলকাতা পুরনিগম সূত্রে ।

মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরেই রাতের শহরে যথেচ্ছ গাড়ি রাখা নিয়ে লাগাতার অভিযান শুরু করেছে কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগ । তবে লোকবলের অভাবে লাগাতার অভিযান করা বা বেশি সংখ্যক জরিমানা করা সম্ভব হচ্ছে না । আর বর্তমান প্রক্রিয়া সময় সাপেক্ষও । চলতি নিয়ম অনুসারে রাতে অভিযান চালিয়ে যে গাড়িকে জরিমানা করা হয়, সেই গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেন পুরনিগমের লোকজন । গাড়ির মালিককে তিনদিন সময় দেওয়া হয় ।

কলকাতায় বেআইনি পার্কিংয়ে গাড়ির চাকায় কাঁটা এখন অতীত (নিজস্ব চিত্র)

কেউ ঘটনাস্থলেই জরিমানা বাবদ 1000 টাকা দিয়ে দিলে, তাঁকে চালান দিয়ে কাঁটা খুলে দেওয়া হয় । আর পরে যাঁদের বিষয়টি নজরে আসে, তাঁরা কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগের সঙ্গে যোগাযোগ করে ট্রেজারিতে টাকা জমা দিয়ে কাঁটা খোলায় । এই গোটা প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ । তাই বেশি সংখ্যায় গাড়ি জরিমানা করা যায় না । ফলে এই পরিস্থিতিতে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ নতুন চিন্তাভাবনা করেছে ।

পুরনিগম সূত্রে খবর, কলকাতা পুলিশ বর্তমানে ঠিক যে পদ্ধতিতে জরিমানা করে, সেই ভাবেই পুরনিগম বেআইনি পার্কিংয়ে থাকা গাড়ির বিরুদ্ধে জরিমানা করবে । এখন কেউ সিগন্যাল ভাঙলে বা ট্রাফিক আইন লঙ্ঘন করলে গাড়ির নম্বরের ছবি তুলে নেয় কলকাতার ট্রাফিক পুলিশ । সেই নম্বর থেকে অ্যাপ মারফত সব তথ্য চলে আসে তাদের হাতে । এরপর জরিমানা করলে সেই মেসেজ গাড়ির মালিকের ফোন নম্বর চলে যায় । ঠিক এমনই পদ্ধতি ব্যবহার করতে চাইছে কলকাতা পুরনিগম । তাই কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে গোটা সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে ।

পুলিশের ট্রাফিক বন্ধু অ্যাপের সব তথ্য কলকাতা পুরনিগমকে দিয়েছে । তবে গোটা বিষয়টি করতে গেলে যেহেতু পরিবহণ দফতরকে পুলিশের সাহায্য নিতে হবে, সেই কারণে গোটা নিয়মের খসড়া পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছে । নবান্নের ছাড়পত্র পেলেই বাস্তবায়িত হবে নয়া নিয়ম ।

নয়া নিয়ম আনছে কলকাতা পুরনিগম (নিজস্ব চিত্র)

নয়া পদ্ধতি অনুসারে কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগের লোকজন রাতের শহরে বের হবেন ৷ পুলিশ তাঁদের সঙ্গে থাকবে । তবে বেআইনি পার্কিংয়ে থাকা গাড়িতে আর কাঁটা লাগানো হবে না । সেখানে ই-পোজ মেশিন মারফত গাড়ির নম্বরের ছবি তুলে অ্যাপের মাধ্যমে জরিমানা বার্তা পাঠানো হবে মালিককে । নগদ বা অনলাইনে জরিমানার টাকা দেওয়া যাবে । ই-পোজ মেশিন মারফতই চালান দেওয়া হবে । লোক কম থাকলেও বিনা ঝুঁকিতে এই জরিমানা করা যাবে । যেহেতু কাঁটা লাগানোর ঝামেলা থাকছে না ৷ আর বেশি সংখ্যক গাড়ির থেকে জরিমানা আদায় করতে পারবেন কর্মীরা ।

এই জরিমানা না-দিলে গাড়ি বিক্রি বা পলিউশন, ইন্সিয়োরেন্স এই সব কোনওটাই করা যাবে না । জরিমানার টাকা দেওয়ার জন্য 15 দিন সময় পাবেন গাড়ির মালিকরা । এই প্রক্রিয়ায় কাজ শুরুর পরেই ত্রুটি-বিচ্যুতি দেখে পরিষেবা আরও উন্নত করা হবে ।

এই বিষয়ে কলকাতা পুরনিগমের এক আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "লোকবল কম ৷ তাই বেশি পরিমাণ জরিমানা করা সম্ভব হয় না । রাতে পুলিশ থাকলেও অনেক সময় কাঁটা লাগাতে গিয়ে ঘেরাও বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় । তারপর কাঁটা খুলতে যাওয়ার ক্ষেত্রে আরও সময় লাগে । ফলে বেশি সংখ্যায় জরিমানা করা সম্ভব হয় না । ফলে নয়া নিয়মে সেই সব ঝক্কি থাকছে না । যদিও নবান্ন ছাড়পত্র দেওয়ার পরেই এই পদ্ধতি বাস্তবায়নে আমরা ঝাঁপাতে পারব ।"

উল্লেখ্য, রাস্তা থেকে অলিগলিতে হানা দিচ্ছে পুরনিগমের নাইট পার্কিং অভিযানের বিশেষ দল । যেখানেই বেআইনি ভাবে পার্কিং হচ্ছে সেখানেই গাড়ির চাকায় কাঁটা লাগানো হচ্ছে । করা হচ্ছে 1000 টাকা জরিমানা । একটি দল উত্তরে অপর দল শহরের দক্ষিণ অংশে অভিযান চালাচ্ছে । সপ্তাহে দুই থেকে চারবার এই অভিযান হচ্ছে । ভোটের আগেও এই অভিযান হয়েছে । পুজোর আগেও চলেছে অভিযান । চলতি বছরে পাঁচটা এমন অভিযান হয়েছে । জরিমানা বাবদ কোষাগারে ঢুকেছে 3.5 লাখ টাকা । 350 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । এই অভিযান মূলত চার চাকার গাড়ির ক্ষেত্রেই বেশি হচ্ছে । কলকাতায় বিভিন্ন জায়গায় রাতের রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য 270টি পার্কিং লট আছে । এতে 14,000 গাড়ি রাখা যায় ।

ABOUT THE AUTHOR

...view details